গৌরনদীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাদা ॥ বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের দোনারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য স্থানীয় উদ্যোগে দুপুরে টিফিন দেয়া মিড-ডে মিল চালু করা নিয়ে বরিশালের জেলা প্রশাসক এস.এম আরিফ-উর রহমান জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক অভিভাবক ও গন্যমান্য ব্যাক্তিবর্গের সাথে আজ সোমবার সকালে গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভা করেছেন।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক এস.এম আরিফ-উর রহমান। বিশেষ অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক দাউদ মিয়া, গৌরনদী উপজেলা চেয়ারম্যান মোঃ শাহ আলম খান, গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, ভাইস চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, বরিশালের জেলা শিক্ষা অফিসার মোঃ শাহ আলম। বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা কালিয়া দমন গুহ, গৌরনদী বিআরডিবির চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, ইউপি চেয়ারম্যান আকন সিদ্দিকুর রহমান, গোলাম হাফিজ মৃধা, সৈকত গুহ পিকলু, কৃষ্ণ কান্ত দে, মোঃ আকতার হোসেন বাবুল, গৌরনদী উপজেলা প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা মোঃ জয়নাল আবেদীন, আবু সাইদ নান্টু, মোঃ মনির হোসেন মিয়া, বরিশাল পল্ল­ী বিদ্যুৎ সমিতি-২’র ডিজিএম আবু বক্কর শিবলী, উপজেলা শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সহিদুল ইসলাম, উপজ্যেলা মৎস্য অফিসার প্রনব কুমার বিশ্বাস, একাডেমীক সুপার ভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন, উপজেলা পল্ল­ী উন্নয়ন অফিসার মোঃ কামরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন অফিসার খান মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা বেগম খালেদা খানম, উপজেলা সমবায় অফিসার মোঃ খোরশেদ আলম প্রমুখ।

উল্লেখ্য, দোনারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামি ১৯ নবেম্বর থেকে মিড-ডে মিল চালু করার সিদ্বান্ত হয়। এ জন্য ফান্ড সংগ্রহ কমিটি ও ব্যবস্থাপনা কমিটি গঠনের সিদ্বান্ত নেয়া হয়েছে। স্থানীয় উদ্যোগে নিজস্ব অর্থায়নে পরীক্ষামূলক প্রধানমন্ত্রীর এ কর্মসূচী বাস্তবায়নের পদক্ষেপ গ্রহন করা হয়। বরিশালের একমাত্র গৌরনদীতে এ কর্মসূচীতে অর্ন্তভূক্ত করা হয়েছে।