বরিশালে আওয়ামীলীগ কর্মীদের হামলায় বিএনপি দলীয় এমপিসহ ৩৫ নেতা-কর্মী আহত

কাওসার হোসেন, বরিশাল ॥ বরিশাল জেলা উত্তর বিএনপির সভাপতি ও  বরিশাল-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মেজবাহ্ উদ্দিন ফরহাদের সমর্থকদের ওপর মঙ্গলবার মেহেন্দিগঞ্জে স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মীরা কয়েক দফা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মেজবাহ্ উদ্দিন ফরহাদ দাবি করেছেন, হামলায় তিনিসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের ৩৫ জন নেতা-কর্মীরা আহত হয়েছেন।

বরিশাল জেলা উত্তর বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম রাজুু জানান, নির্বাচনী এলাকার নেতা-কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং কর্মীসভায় যোগদান করতে গতকাল মঙ্গলবার সকাল ১১ টার দিকে মেহেন্দীগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরে আসেন সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ। তাকে বরন করে নেয়ার জন্য বন্দরের উদ্দেশে আসেন গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পথে হাসপাতাল মোড় এলাকায় বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা চালান যুব, ছাত্র ও স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীরা। পরে এমপি ফরহাদকে নিয়ে নেতা-কর্মীরা বদরপুরের উদ্যেশে রওনা হন। পথিমধ্যে কলেজ মোড়ে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। সেখান থেকে বিএনপির নেতা-কর্মীরা দৌড়ে বদরপুর এলাকায় অবস্থান করলে সেখানেও হামলা চালানো হয়।

এ ব্যাপারে সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ বলেন, ক্ষমতাসীন দলের ক্যাডারদের দফায় দফায় হামলার স্বীকার হয়ে আমিসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের ৩৫ জন নেতা-কর্মীরা আহত হয়েছেন। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মিজানুর রহমান আরজু বলেন, এমপি আসার খবরে যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে উপজেলা আওয়ামীলীগের পূর্বনির্ধারিত বিক্ষোভ মিছিল ও সভা স্থগিত করা হয়েছে। এরপরেও যদি এমপি মিথ্যা অভিযোগ করেন তাহলে কি করার আছে। এ ব্যাপারে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ডাঃ জুলফিকার মোঃ গাজ্জালী বলেন, আমি এ মুহুর্তে মেহেন্দিগঞ্জে নেই। তাই এ বিষয়ে কিছু বলতে পারছি না।

এ দিকে মেজবা উদ্দিন ফরহাদ-এমপি ও দলীয় নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। তিনি হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।