কারো পৌষ মাস-আর কারো সর্বনাশ

উজিরপুর প্রতিনিধিঃ গ্রাম্য একটি প্রভাত আছে কাহার সর্বনাশ আবার কাহার পৌষ মাস উজিরপুরের হারতা বন্দরের ১৪ ব্যবসায়ির দোকান পুরে ছাই হয়ে সর্বত্ত্ব হারিয়ে  সর্বনাশ হলেও সাংবাদিক নাম ধারী এক চাঁদা বাজের শুরু হয় পৌষ মাস। সে অগ্নিকান্ডের ছবি ও সংবাদ প্রত্রিকায় ছাপানোর বাবদ অগ্নী কান্ডের ক্ষতি গ্রস্থ ব্যবসায়িদের কাছে টাকা দাবি করলে ব্যবসায়িরা হতবাক হয়ে যায়। এক পর্যায় ওই সাংবাদ নাম ধারী চাঁদাবাজকে টাকা দিতে অস্বীকার করলে ব্যবসায়িদের সে হুমকি দেয়। এ ঘটনা হারতা বাজারের ইজারাদার সিরাজুল ইসলাম জানতে পেরে উজিরপুরের সাংবাদিকদের সাথে আলাপ করলে সাংবাদিক নামধারী চাঁদাবাজ দাদাবাবু ক্ষমা চেয়ে নিজেকে রক্ষার চেষ্ঠা চালায় জানা গেছে হারতায় এক বামপন্থি নেতার মাধ্যমে হারতায় দাদাবাবু নামে পরিচিত উজিরপুররে  এক বিতর্কিত সাংবাদিক হারতা এলাকায় অহরহ চাঁদাবাজি করে বেড়াচ্ছে।

গত শনিবার হারতা বন্দরের এক ভয়াবহ অগ্নী কান্ডে ১৪ টি দোকান পুরে গেলে পরদিন বিভিন্ন প্রত্রিকায় এ সংবাদ চাপা হলে গত সোমবার টাকার জন্য ক্ষতিগ্রস্থ ব্যবসায়িদের কাছে লোক পাঠিয়েছেন দাদাবাবু। দাদাবাবুর কু-কর্মের খবর উজিরপুরের বিভিন্ন এলাকায় বেশ সমালোচিত ওই দাদাবাবু নিজেই একা অনেক গুলো প্রত্রিকার সাংবাদিক পরিচয় দিচ্ছে। সে কু- কর্মের দায় একাধিক বার হামলা মামলা স্বীকার হয়েছে। হারতা বাজারে একাধিক ব্যবসাযী দাদাবাবুর চাঁদাবাজির কবলে পড়ে জিম্মি হয়ে রয়েছে। ব্যবসায়ীরা দাদাবুবুর হাত থেকে রক্ষার জন্য প্রশাসনের উর্দ্ধতন মহলের সু-দৃষ্টি কামনা করছে।