বরিশালে উপমহাদেশের সর্ববৃহৎ দিপাবলী উৎসব অনুষ্ঠিত

উম্মে রুম্মান,বরিশাল ॥ বরিশাল নগরীর কাউনিয়া আদী শ্মশানে গতকাল মঙ্গলবার উদযাপিত হয়েছে উপমহাদেশের ঐতিহ্যবাহী দিপাবলী উৎসব। প্রতি বছর হিন্দু ধর্মাবলম্বীরা ভুত চতুদর্শীর পূন্য তিথীতে আদি শ্মশানে তাদের লোকান্তরিত স্বজনদের সমাধিতে এসে আলোকিত শ্রদ্ধা নিবেদন করেন।

প্রয়াত স্বজনদের সমাধিতে মোমবাতি ও প্রদীপ জ্বালিয়ে সেখানে তাদের স্মরনে আয়োজন করেন পূজার্চনার। দিপাবলী উৎসব উপলক্ষে গতকাল মহাশ্মশান পরিনত হয়েছিল জনসমুদ্রে। হাজার হাজার নারী-পুরুষ স্বজনদের সমাধীতে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও জাতি ধর্ম নির্বিশেষে অসংখ্য মানুষ আসেন দিপাবলী উৎসব প্রত্যক্ষ করতে। শ্মশান রক্ষা কমিটিও এ উৎসব উপলক্ষে মহাশ্মশান ঘাট আলোকসজ্জা করে। ঐতিহ্যবাহী এ দিপাবলী উৎসব শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করে।