নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের গৌরনদী পৌরসভার ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম খোকনের বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুর, নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে।
যুবলীগ নেতা সিরাজুল ইসলাম খোকন অভিযোগ করেন, মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে তার কাসেমাবাদ মহল্লার বসত ঘরে অর্তকিত ভাবে হামলা চালায় স্থানীয় আবুল কালাম সরদার ও তার ৩/৪ জন সহযোগীরা। তাদের বাঁধা দিতে গেলে হামলাকারীরা যুবলীগ নেতা খোকন ও তার স্কুল পড়ুয়া কন্যা শান্তা ইসলামকে পিটিয়ে আহত করে। এসময় হামলাকারীরা যুবলীগ নেতার সাথে থাকা নগদ ৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। আহতদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত শান্তা ইসলামকে (১১) গৌরনদী হপাসাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওইদিন রাতেই যুবলীগ নেতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আজ বুধবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।