গৃহবধুকে উত্যক্ত করায়…

মিজানুর রহমান মিজান, উজিরপুর ॥ উজিরপুরের শিকারপুরে ভাঙ্গারী বাচ্চুকে বুধবার সকালে এক গৃহবধুকে কু-প্রস্তাব ও তার স্বামীর বিরুদ্ধে মামলা দিতে পরামর্শ দেওয়ায় জুতা পেটা করেছে শিকারপুর গ্রামের এক গৃহবধু। এ ঘটনায় ওই এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে বাচ্চু ভয়ে আত্মগোপন করেছে।

শিকারপুর গ্রামের কামরুল হাসান কামালের স্ত্রী তানিয়া বেগম অভিযোগ করেন, তাকে শিকারপুর গ্রামের বাচ্চু দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে কিছুদিন শান্ত থেকে পুনরায় বুধবার সকালে তানিয়া বেগমের জয়শ্রী গ্রামের বাবার বাড়ীতে গিয়ে ফুসলিয়ে ভয়ভিতি দেখিয়ে ভাঙ্গারী বাচ্চুর প্রতিপক্ষ কামাল, জামাল, ইকবাল, আউয়াল খান, ও জালিশ মৃধাকে আসামী করে নারী নির্যাতন মামলা করার জন্য বরিশাল যেতে হবে বলে। ওই গৃহবধু বরিশাল  যেতে রাজী না হলে তাকে টেনে হিচরে মটরসাইকেলে তুলতে গেলে তাৎক্ষণিক গৃহবধু (তানিয়া) তার পায়ের জুতা খুলে নারী লোভী ভাঙ্গারী বাচ্চুকে উপর্যপুরি জুতা পেটা করে। জুতা পেটা খেয়ে তানিয়া ও তার ৪৫ দিনের শিশু সন্তানের জীবন নাশের হুমকি দিয়ে ঘটনা স্থল ত্যাগ করে । পরে স্বামী কামরুল হাসান ও দেবর জামালকে নিয়ে বুধবার দুপুরে উজিরপুর থানায় বাচ্চুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।