বরিশাল নগরীর তিনটি গরুর হাটের ব্যাপক প্রস্তুতি

শুভ দত্ত, বরিশালঃ আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে বরিশাল নগরীর তিনটি গরুর হাটে চলছে ব্যাপক প্রস্তুতি। নগরীর কোথাও কেউ অস্থায়ী গরু ছাগলের হাট বসালেই তাকে পুলিশকে গ্রেফতার করার অনুরোধ জানিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন। একই সাথে বরিশালের ৩টি স্থায়ী হাটে কোন প্রকার অপ্রতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্যে প্রশাসনের বিশেষ নজরদারীর ব্যবস্থার অনুরোধ করা হয়েছে। মঙ্গলবার বিসিসি প্রধান নিবার্হী কর্মকর্তার নিখিল রঞ্জন দাস স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

ঈদ উৎসবকে সামনে রেখে পুরোদমে শুরু হয়ে গেছে গরু ছাগলের হাট প্রস্তুতের কাজ। ২৯ অক্টোবরের মধ্যে হাটগুলোতে গরু-ছাগল বেচা বিক্রি শুরু হবে বলে ইজারাদার ও ব্যাপারীরা জানিয়েছে।

বিএমপি পুলিশ কমিশনার, নগরীর ৪টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ,উপজেলা নিবার্হী কর্মকর্তা ও বাজার মনিটরিং কর্মকর্তার নিকট প্রেরন করা বিসিসি প্রধান নিবার্হী কর্মকর্তা নিখিল চন্দ্র দাস’র স্বাক্ষরিত এক চিঠিতে এসব কথা বলা হয়েছে।

বিসিসি এ বছর শুধু মাত্র তিনটি স্থায়ী হাট বসানোর অনুমতি দিয়েছে। হাটগুলো হলো রুপাতলী,বাঘিয়া ও র্পোট রোড বাজার। হাটে কোন প্রকার অপ্রিতিকর ঘটনা না ঘটে এ জন্য প্রশাসনকে বিশেষ নজরদারির অনুরোধ জানানো হয়। নগরীতে কোন অস্থায়ী হটের অনুমতি দেয়নি বিসিসি। তবে বাঘিয়া হটে মঙ্গলবার  বিক্রির জন্য আনা কিছু গরু দেখা গেছে।
এদিকে বাঘিয়া গরুর হটের ইজাদাররা বিসিসিকে ২০ শতাংশ জমি দান করায় ৫ বছরের জন্য ইজারা মওকুফ করে দিয়েছে বিসিসি কর্তৃপক্ষ।