পরকীয়া প্রেমের প্রতিশোধ – গৌরনদীর শিক্ষক ফরিদ জমাদ্দার হত্যাকান্ডের মূল খুনী শ্রীমঙ্গলে গ্রেফতার

গৌরনদী ডটকম ॥ বরিশালে গৌরনদীর চাঞ্চল্যকর শিক্ষক ফরিদ জমাদ্দার হত্যাকান্ডের দীর্ঘ ৩৫ দিন পর মূল খুনীকে পুলিশ গ্রেফতার করেছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকায় আত্মগোপনে থাকা কালুকে বুধবার রাতে পুলিশ গ্রেফতার করে।

গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম’র নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ কৌশল অবলম্বন করে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের সহায়তায় আত্মগোপনে থাকা খুনী কালু সরদারকে (২৬) গ্রেফতার করা হয়। খুনী কালু সরদার দক্ষিণ পিঙ্গলাকাঠী গ্রামের আব্দুল খালেক সরদারের পুত্র। শেষ খবর পাওয়া পর্যন্ত (বুধবার রাত একটা) গ্রেফতারকৃত খুনী কালু সরদারকে সড়ক পথে গৌরনদীর উদ্দেশ্যে নিয়ে আসার জন্য ওসি নুরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ রওয়ানা হয়েছেন। ওসি নুরুল ইসলাম জানান, আজ বৃহস্পতিবার সকাল দশটায় গৌরনদী থানার সম্মুখে সাংবাদিকদের সামনে গ্রেফতারকৃত খুনী কালুকে মুখোমুখী করা হবে।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও চাঁদশী গ্রামের ফরিদ জমাদ্দার স্কুলে যাওয়ার পথিমধ্যে পিঙ্গলাকাঠীর কর্মকার বাড়ির নির্জনস্থানে পৌঁছলে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে শিক্ষক ফরিদ জমাদ্দারকে হত্যা করে। হত্যাকান্ডের পর পরই খুনী কালু সরদার এলাকা থেকে আত্মগোপন করে। এদিকে হত্যার ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য একটি বিশেষ মহলের পরোক্ষ ইঙ্গিতে নিহতের ভাই শাহ জালাল জমাদ্দার বাদি হয়ে গৌরনদী থানায় উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ নয়ন শরীফ ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সহসভাপতি মোঃ কাজল হাওলাদারকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, পরকীয়া প্রেমের প্রতিশোধ নেয়ার জন্যই কালু শিক্ষক ফরিদ জমাদ্দারকে হত্যা করেছে।