গৌরনদীতে গ্রামবাসীর ওপর মাদক ব্যবসায়ীদের হামলা – ৫’শ বোতল ফেনসিডিল উদ্ধার

নিজস্ব সংবাদদাতাঃ ফেনসিডিল পাচারের সময় গ্রামবাসীদের সাথে মাদক ব্যবসায়ীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটেছে। হামলায় কমপক্ষে ৫ জন গ্রামবাসী আহত হয়। পুলিশ অভিযান চালিয়ে ৫টি মাছের ঝুঁড়ি থেকে ৫’শ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামে।

গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম জানান, সীমান্তবর্তী এলাকা থেকে গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের ফেনসি সম্রাট জাফর আকন ও তার সহযোগীরা পিকআপ (যশোর-ন-১১-০২৭২) ৫টি মাছের ঝুঁড়ির মধ্যে কৌশলে ৫’শ বোতল ফেনসিডল আমদানি করে। শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে আমদানিকৃত ফেনসিডিল পাচারের সময় গ্রামবাসীরা তাদের চ্যালেঞ্চ করে ধাওয়া করে। এসময় মাদক ব্যবসায়ীরাও গ্রামবাসীদের পাল্টা ধাওয়া করে। একপর্যায়ে গ্রামবাসী পিকআপের চালককে আটক করলে ফেনসি সম্রাট জাফর ও তার সহযোগীরা গ্রামবাসীদের ওপর হামলা চালিয়ে আটককৃত পিকআপ চালককে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় কমপক্ষে ৫ জন গ্রামবাসী আহত হয়েছে। খবর পেয়ে তাৎক্ষনিক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে  গ্রামবাসীদের সহায়তায় পুরো গ্রাম ব্যরিকেট দিয়ে অভিযান চালায়। একপর্যায়ে ওই গ্রামের জাহিদ মোল্লার বাগান থেকে ৫টি মাছের ঝুঁড়ির মধ্য দিয়ে ৫’শ বোতল ফেনসিডিল উদ্ধার ও পিকআপটি জব্দ করেছে। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।