গৌরনদীতে বেঁদে পল্লীতে দু’দলের মধ্যে হামলা-পাল্টা হামলায় ১০ জন আহত

গৌরনদী সংবাদদাতা ॥ বেঁদে সম্প্রদায়ের দুটি দলের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে বুধবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার টরকীর চর এলাকার বেদে পল্লীতে দু’পক্ষের মধ্যে হামলা পাল্টাহামলা ও সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। এ সময় একটি বসত ঘর ও একটি বেদে নৌকা ভাংচুরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জুয়া খেলা নিয়ে ওই বেদে পল্লীর বেদে সর্দার নান্নু সরদার ও বেদে স্বপন হাওলাদারের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে গত ৬ মাস পূর্বে বেদেদের মধ্যে বিভক্তি তৈরী হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নান্নু সরদারের পক্ষ থেকে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার ঘটনা নিয়ে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বেদে স্বপন হাওলাদারের সাথে বেদে সর্দার নান্নু সরদারের বাকবিতন্ডা বাধে। এক পর্যায়ে স্বপন হাওলাদারের সমর্থক বেদেরা হামলা চালিয়ে বেদে দিপু সরদারকে মারধর করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের সমর্থকরা জড়ো হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। হামলা-পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পান্না সরদার (২৯), ডালিম (৪০), মর্জিনা (২৪), ঝর্না বেগম (৪০), জাহান (৩৫), পথচারী বিমল মন্ডল (৬৫)সহ উভয় পক্ষের ১০ জন আহত হয়। এ সময় বেদে রুহুল আমিনের বসত ঘর ও মামুনের বেদে নৌকা ভাংচুর করা হয়।