মুক্তিযোদ্ধার পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

উজিরপুর প্রতিনিধি: উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের সীমান্তবর্তি বানারীপাড়া থানার তেতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও উত্তর তেতলা রেজিষ্ট্রার প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ম্যানিজিং কমিটির সভাপতি মো: সুলতান আহাম্মেদ সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের বানারীপাড়া থানা, উজিরপুর থানা ও বরিশাল আদালতে বিভিন্ন প্রকার মিথ্যা মামলা করে ওই গ্রামের শহীদুল ইসলাম নামক জনৈক ব্যক্তি হয়রানী করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উত্তর তেতলা রেজি: প্রাথমিক বিদ্যালয়ের পুকুর ভরাটের জন্য ১ লক্ষ টাকা টি.আার বরাদ্দ হলে শহীদুল ইসলামকে প্রকল্প বাস্তবায়ন কমিটির সম্পাদক বানানো হলে শহীদুল ইসলাম পুকুর ভরাটের কাজে মাত্র ৩০ হাজার টাকা ব্যয় করে বাকি কাজ বন্ধ করে দিয়ে বাকি টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগে জানাযায়। এ ঘটনায় বিদ্যালয় ম্যানিজিং কমিটি মিটিং করে শহীদুলকে সম্পূর্ন কাজ সমাপ্ত করার নির্দেশ দিলে তিনি ক্ষিপ্ত হয়ে ম্যানিজিং কমিটির সভাপতি সুলতান আহাম্মেদ সহ তার পরিবারকে হয়রানী করার উদ্দেশ্যে বানারীপাড়া থানা, উজিরপুর থানা, ও বরিশাল আদালতে ৩/৪ টি মিথ্যা মামলা করে তাদেরকে দেশ ছাড়া করার পায়তারা করছে। অন্যদিকে উজিরপুর থানায় দায়েরকৃত মামলাটি বানারীপাড়া থানা এলাকায় হওয়াতে মিথ্যা ও কাল্পনিক মারধর ও ছিনতাই এর একটি নাটক সাজিয়ে এক আওয়ামীলীগ নেতার সহযোগীতায় শহীদুল উজিরপুর থানায় মামলাটি রেকর্ড করান। তদন্ত কর্মকর্তা ঘটনার স্থল পরিদর্শনে গিয়ে জানতে পারেন মামলায় উল্লেখিত ঘটনার স্থল হারতা বাজার দেখানো হলেও প্রকৃত পক্ষে তা বানারীপাড়া থানার কোথাও হতে পারে। ফলে মামলাটি সম্পূর্ন হয়রানীর উদ্দেশ্যে দায়েরকৃত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা সুলতান আহাম্মেদ ও তার পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।