গাছের সাথে শত্রুতা!

ডেক্স রির্পোট : পূর্ব শত্রুতার জের ধরে বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব হোসনাবাদ গ্রামে গত শুক্রবার রাতে প্রতিপক্ষের লোকজন বিভিন্ন প্রজাতের শতাধিক গাছের চারা নিধন করে। এ ঘটনায় গতকাল শনিবার গৌরনদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এজাহারে প্রকাশ, উপজেলার হোসনাবাদ গ্রামের ব্যবসায়ী আবুল কালাম আজাদ দশ বছর পূর্বে পাশ্ববর্তী পূর্ব  হোসনাবাদ গ্রামের হালিম আকনের বাড়ির পাশে ৩০ শতক জমি ক্রয় করেন। উক্ত জমিতে বিভিন্ন প্রজাতের তিন শতাধিক গাছের চারা রোপন করেন। এরইমধ্যে হালিম আকন তার গাছের বাগানসহ জমি ক্রয়ের একাধিকবার প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় প্রায়ই তার বাগানের গাছ উঁপরে ফেলা হতো। এ নিয়ে উভয়ের মধ্যে বিরোধ দেখা দেয়। ওই বিরোধের জের ধরে গত শুক্রবার রাত ৭টার দিকে হালিম আকন ও তার লোকজন বাগানের বিভিন্ন প্রজাতের শতাধিক গাছ কেটে ফেলে। যার আনুমানিক মূল্য প্রায় তিন লক্ষাধিক টাকা। খবর পেয়ে আবুল কালাম বাগানে গিয়ে তাদের দেখে ডাক চিৎকার দিয়ে লোকজন জড়ো করে। এ সময় হালিম আকনসহ তার সহযোগীরা চলে যায়। এ ঘটনায় গতকাল শনিবার আবুল কালাম আজাদ বাদি হয়ে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেছে।