বরিশালের বিভাগীয় সমাবেশ উপলক্ষে গৌরনদীতে ত্রিধা বিভক্ত হয়ে বিএনপির প্রস্তুতি সভা

আগামি ১২ মে বিএনপির বরিশাল বিভাগীয় মহাসমাবেশকে সফল করার লক্ষে গৌরনদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ ত্রিধা বিভক্ত হয়ে গতকাল রবিবার বিকেলে প্রস্তুতি সভা করেছেন। ত্রিধা বিভক্ত হয়ে প্রস্তুতি সভা করায় বিএনপির তৃনমূল নেতা-কর্মীরা চরম বিপাকে পরেছেন। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আগমনকে ঘিরে বিভাগীয় মহাসমাবেশকে সফল করার লক্ষে রবিবার বিকেলে প্রথম দফায় উপজেলা বিএনপির সহসভাপতি ও বাস্তুহারা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শরীফ হাফিজুর রহমান টিপুর সভাপতিত্বে তার দক্ষিণ বিজয়পুরস্থ বাসভবনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি প্রকৌশলী আব্দুস সোবাহান।

একইদিন বিকেলে সরকারি গৌরনদী কলেজ ক্যাম্পাস প্রাঙ্গনে পৌর বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি ও আশির দশকের কেন্দ্রীয় ছাত্রনেতা এস.এম মনির-উজ-জামান মনিরের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক শাহ আলম ফকির, সিনিয়র সহ-সভাপতি নুরু খান, সামচুল হক মাতুব্বর, পৌর যুবদলের সভাপতি জাকির হোসেন শরীফ, যুবদল নেতা গোলাম মোর্শেদ মাসুদ, উপজেরা ছাত্রদলের আহবায়ক রিয়াজ উদ্দিন ভূঁইয়া, পৌর ছাত্রদলের আহবায়ক মোল্লা মাহফুজ, সাবেক ছাত্রদল নেতা এম.এম গফুর, উপজেলা ছাত্রদল নেতা আল-মামুন খান, মাসুম খান প্রমুখ।

একই সময় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন মিয়ার টরকী বন্দরস্থ বার্থী ভবনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ত্রি-ধা বিভক্ত হয়ে বিএনপির প্রস্তুতি সভা হওয়ায় তৃনমূল নেতা-কর্মীরা চরম বিপাকে পড়েছেন।