অপহরনের একমাস পর অপহৃতা স্কুল ছাত্রী উদ্ধার ॥ আদালতে জবানবন্দী

নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলা সিমান্তবর্তী উজিরপুরের কুরালিয়া মাধ্যমিক বিদ্যায়ের ৮ম শ্রেণীর এক ছাত্রীকে অপহরনের এক মাস পর উদ্ধার করা হয়েছে।

মামলা ও অপহৃতা স্কুল ছাত্রী বনানী বিশ্বাসের আদালতে দেয়া জনাববন্দী সুত্রে জানা গেছে, তার পিতা চিত্তরঞ্জন বিশ্বাস, অসীম বিশ্বাসকেসহ ৪ জনকে আসামি করে যে, অপহরন মামলা করেছেন তা মিথ্যা। ওই মামলায় যাদের আসামি করা হয়েছে, তারা প্রকৃত দোষী নয়। প্রকৃত দোষী হলেন, ওই মামলার ৬নং স্বাক্ষী নরেন্দ্রনাথ মজুমদার। স্কুল ছাত্রী বনানী বিশ্বাস গত ৩১ অক্টোবর বরিশাল জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে এ জবানবন্দী প্রদান করে। সূত্রে আরো জানা গেছে, উজিরপুর উপজেলার কুরলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী বনানী বিশ্বাস (১৪) গত ২৯ সেপ্টম্বর স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপহরন হয়। এঘটনায় তার পিতা চিত্তরঞ্জন বিশ্বাস বাদি হয়ে উজিরপুর থানায় গত ২ অক্টোবর একটি অপহরন মামলা দায়ের করেন। ওই মামলায় অসীমসহ ৪ জনকে আসামি করা হয়। গত ৩১ অক্টোবর বনানী বিশ্বাসকে বরিশাল আদালতে হাজির করা হয়।

এ ব্যাপারে উজিরপুর থানার এস.আই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মজিবুর রহমান জানান, মামলার তদন্ত চলছে অপহৃতাকে উদ্ধার করে আদালতে পাঠানোর পর অপহৃতা স্কুল ছাত্রী আদালতে জবানবন্দী দিয়েছে। এ বিষয়ে জল্লা ইউনিয়নের চেয়ারম্যান উর্মিলা বাড়ৈ জানান, পারিবারিক শত্র“তার জের ধরে এ মামলা দেয়া হয়েছে। যাদেরকে মামলার জড়ানো হয়েছে তারা এ ঘটনার সাথে জড়িত নেই।