বাটাজোরে ঝাড়ু মিছিল – বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত

নিজস্ব সংবাদদাতাঃ দলীয় অভ্যন্তরীন কোন্দলের জেরধরে বিএনপির কেন্দ্রীয় নেতা আকন কুদ্দুসুর রহমানের সমর্থকদের সাথে আরেক কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার সোবহান গ্রুপের সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংর্ষষের ঘটনা ঘটেছে। সংর্ষষে উভয় গ্রুপের কমপক্ষে ৫ জন আহত হয়েছে। এ সময় কুদ্দুসের সমর্থকেরা ঝাড়ু মিছিল বের করে সোবহানকে গৌরনদীতে অবাঞ্চিত ঘোষনা করে। সংর্ষষের সময় গোটা এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাসষ্ট্যান্ডে।

কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য ও বরিশাল সদর উত্তর জেলা বিএনপির সাধারন সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের সমর্থক বাটাজোর ইউনিয়ন যুবদলের সভাপতি হুমায়ুন কবির রিপন ও সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ জানান, অপর কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান দলীয় নেতা-কর্মীদের না জানিয়ে আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে কয়েকজন সন্ত্রাসীদের নিয়ে বাটাজোরে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসেন। এতে তৃণমূল নেতা-কর্মীরা ক্ষিপ্ত হয়ে সোবহান সমর্থকদের ধাওয়া করে। এ সময় সোবহান সমর্থক যুবদল কর্মী তাজেলকে কুদ্দুসের সমর্থকেরা মারধর করে। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে বাকতিতান্ডার এক পর্যায়ে সংর্ষষ বাঁধে। সংঘর্ষে উভয় গ্রুপের ৫ জন আহত হয়। একপর্যায়ে কুদ্দুস গ্রুপের সমর্থকেরা ইঞ্জিনিয়ার সোবহানকে অবাঞ্চিত ঘোষনা করে ঝাড়ু মিছিল বের করে। এ সময় সোবহান তার দলবল নিয়ে স্থানীয় বাটাজোর ইউনিয়ন পরিষদে আশ্রয় নেয়। বাটাজোর বন্দরের ব্যবসায়ী গনি হাওলাদার জানান, ধাওয়া পাল্টা ধাওয়া ও সংর্ষষের সময় পুরো বন্দরে আতংক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা আতংকে দোকানপাট বন্ধ করে দেয়। গৌরনদী থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। হামলা পাল্টা হামলার কথা অস্বীকার করে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেন, পূর্ব নির্ধারিত আমি সহ উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীদের নিয়ে বাটাজোর বাসষ্ট্যান্ডে যাই। দাওয়াত না পাওয়ায় ইউনিয়ন যুবদলের কতিপয় নেতা কর্মী ক্ষুব্ধ হয়। এ নিয়ে তাদের সাথে ভুল বোঝাভুঝি হয়েছে। যা পরবর্তীতে অবসান হয়।