অমৎস্যজীবি আওয়ামীলীগ ও ছাত্রলীগের প্রভাবশালী নেতারা পানির দামে লিজ নিয়ে চড়া মূল্যে বিক্রি

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার প্রকৃত মৎস্যজীবিদের টেন্ডারে অংশগ্রহন করতে না দিয়ে অমৎস্যজীবি আওয়ামীলীগ ও ছাত্রলীগের প্রভাবশালী নেতারা পানির দামে সরকারি ১৫টি পুকুরের লিজ বাগিয়ে নিয়ে চড়ামূল্যে বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার ১৮ টি সরকারি পুকুর ও দিঘী ইজারা প্রদানের জন্য গত ১১ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার টেন্ডার আহবান করেন। ওইসময় স্থানীয় আওয়ামীলীগ ও ছাত্রলীগের প্রভাবশালী নেতারা কাউকে দরপত্র ফরম ক্রয় করতে দেননি বলে অভিযোগ রয়েছে। স্থানীয় মৎস্যচাষী নারায়ন দাসসহ একাধিক মৎস্যচাষীরা অভিযোগ করেন, পুকুর লিজ প্রদানের জন্য দরপত্র আহবান করা হলেও তাদের দরপত্র ফরম ক্রয় করতে দেয়া হয়নি। আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আজাদ সেরনিয়াবাতের নেতৃত্বে কতিপয় নেতারা পানির দামে সরকারি ১৫ টি পুকুরের ইজারা নিয়েছেন। ১৪১৭ বাংলা সনের ১ বৈশাখ থেকে আগামি তিন বছরের জন্য ১৫ টি পুকুর ১ লক্ষ ৯৮ হাজার ৯৫০ টাকায় আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতারা লিজ নেন।

অভিযোগে আরো জানা গেছে, আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতারা নামেমাত্র মূল্যে পুকুর লিজ নেয়ার পর অতিসম্প্রতি তারা পেশাজীবি মৎস্যজীবিদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করে তাদের কাছে তারা পুকুর লিজ দিচ্ছেন। উপজেলার পাকুরিতা গ্রামের মৎস্য চাষী রামনাথ বাড়ৈ অভিযোগ করেন, বাকাল ইউনিয়নের পাকুরিতা দীঘিটি স্থানীয় আওয়ামীলীগ নেতা খোকন অধিকারী মাত্র ১১ হাজার টাকায় লিজ নিয়ে তাদের কাছে ৬০ হাজার টাকায় বিক্রি করেছে। অভিযোগের ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আজাদ সেরনিয়াবাদকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি কোন টেন্ডার পক্রিয়ার সাথে জড়িত নেই। তবে ছাত্রলীগের কতিপয় ছোট ভাইয়েরা পুকুর লিজ নিতে গিয়ে স্থানীয়দের সাথে সমস্যার সৃষ্টি করেছে, বিষয়টি মিমাংসার জন্য আমি উদ্যোগ নিয়েছি। হয়তো সে কারনে আমার বিরুদ্ধে কেউ কেউ অভিযোগ করতে পারে। আগৈলঝাড়া উপজেলা সরকারি পুকুর লিজ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার দীপংকর বিশ্বাসের কাছে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, নামেমাত্র মূল্যে লিজ দেয়ার অভিযোগের সত্যতা নেই। কারন সম্ভাব্য মূল্য না আসায় তিনবার দরপত্র আহবান করে সম্ভাব্য মূল্য পাওয়ার পর লিজ প্রদান করা হয়েছে। সাধারন মৎস্যজীবি ও পেশাজীবিদের দরপত্র ক্রয়ে বাধা প্রদানের অভিযোগ প্রসংঙ্গে তিনি বলেন, দরপত্র ক্রয়ে বাঁধা দেয়া হয়েছে এ রকম কেউ অভিযোগ করেনি। বাইরে কিছু হয়ে থাকলে তা আমার দেখার বিষয় নয়। যথাযথভাবে পুকুর লিজ দেয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।