মিডিয়া স্বাধীন হলে গনতন্ত্র শক্তিশালী হয়-এমপি সরোয়ার

উম্মে রুম্মান, বরিশাল ॥ বরিশাল সদর আসনের এমপি ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. মজিবর রহমান সরোয়ার বলেন, বরিশালের উন্নয়নের স্বার্থে সকলকে দলমতের উর্দ্ধে এসে কাজ করতে হবে। মিডিয়া স্বাধীন হলে গনতন্ত্র শক্তিশালি হয়। যে দেশের মিডিয়ার কন্ঠ রুদ্ধ করা হয় সে দেশে কখনোও গনতন্ত্র পূর্নাঙ্গ রুপ পায় না। বর্তমান সরকারকে উদ্দেশ্য করে সাংসদ সরোয়ার বলেন, দলবাজি না করে দেশের সার্বিক উন্নয়নে সরকারকে আরও গতিশীল হতে হবে। বিশেষ করে বরিশালের সার্বিক উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, বিগত বিএনপি সরকারের সময় বরিশালে যে উন্নয়ন হয়েছে তার শিকি ভাগ কাজও বর্তমান সরকারের আমলে হয়নি। শনিবার দুপুরে বরিশাল নগরীর কাউনিয়াস্থ সাধূর বটতলার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে সাংসদ সরোয়ার এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সাধারন সম্পাদক এ্যড কামরুল আহসান শাহীন, সাবেক কাউন্সিলর বিএনপি নেতা জিয়া উদ্দিন শিকদার, জেলা ছাত্রদল সাভাপতি মাসুদ হাসান মামুন, ছাত্রদল নেতা হাফিজ আহমেদ বাবলু, মহানগর ছাত্র দলের আফরোজা খানম নাসরিন, আরিফুল ইসলাম জনি প্রমূখ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি মানবেন্দ্র বটব্যল, সাধারন সম্পাদক লিটন বাশার, ইনডিপেনডেন্ট টেলিভিশনের বরিশাল প্রতিনিধি মুরাদ আহমেদ, দৈনিক আমার দেশের ব্যুরো প্রধান জিএম বাবর আলী, দৈনিক মতবাদের র্নিবাহী সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, অনলাইন দৈনিক আজকের বরিশাল ডটকমের সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের ব্যুরো প্রধান এম মিরাজ হোসাইন, দিগন্ত টেলিভিশনের বরিশাল প্রতিনিধি ও দৈনিক ভোরের আলো’র বার্তা সম্পাদক আযাদ আলাউদ্দিন, দৈনিক বাংলার বনে’র যুগ্ন বার্তা সম্পাদক শাহীন হাসান সহ জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকার সাংবাদিক বৃন্দ।