ভোলায় লঞ্চঘাটে মহিলা যাত্রীদের উত্ত্যক্ত করায় ৪ বখাটেকে গণধোলাই

বিশেষ প্রতিনিধি ॥ ভোলার গঙ্গাপুর লঞ্চ ঘাটে বখাটে যুবকরা  ঢাকাগামী নারী যাত্রীদের উত্যুক্ত করার অভিযোগ উঠেছে। শুক্রবার এক নব বধূকে উত্ত্যক্ত করার ঘটনায় বাধা দিলে ওই যুবকরা যাত্রীদের উপর হামলা চালায়। এসময় স্থানীয়রা ওই যুবকদের ধাওয়া করে। এসময় ৪ জনকে আটক করে গনধোলাই দেয়া হয়। পরে দক্ষিণ জয়নগর ইউপি  চেয়ারম্যান আলমগীর হাওলাদারের জিম্মায় ওই যুবকদের সোপর্দ করা হয়।দক্ষিণ  দিঘলদী ইউপি চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপন ও স্কুল শিক্ষক মোঃ তাহের জানান, গত কয়েক দিন ধরে সংঘ বদ্ধ কিছু যুবক লঞ্চ ঘাটের পন্টুনে বসে আড্ডা দেয়ার পাশপাশি যাত্রীদের নাজেহাল করতে শুরু করে। এমন কি মহিলা যাত্রীদের উত্যক্ত করছিল। শুক্রবার ঈদে শ্বশুর বাড়িতে বেড়াতে আসা সাকিল আহমেদ তার স্ত্রীসহ লঞ্চের জন্য অপেক্ষা করার সময় ওই যুবকরা উত্ত্যক্ত করা শুরু করে। যুবকদের এমন আচরন করতে নিষেধ করতেই তারা ক্ষিপ্ত হয়ে হামলা চালায় । এসময় আহত হন সাকিল আহমেদ, স্ত্রী মুক্তা বেগম, যাত্রী তহমনিা বেগম, অপর যাত্রী তছির আহম্মেদ। এক পর্যায়ে স্থানীয়রা ওই বখাটেদের ধাওয়া করে। এসময় রাকিব, রনি, সাকু, নোমান নামের ৪ যুবককে আটক করে ইউপি চেয়ারম্যানের কাছে সোর্পদ করা হয়।