শাহীন হাসান, বিশেষ প্রতিনিধি ॥ কালোবাজারে কেবিনের টিকেট বিক্রি করে খ্যাতি অর্জন করলেন সুন্দরবন নেভিগেশন কোম্পানি। এরাকারণে হয়রানির শিকার হচ্ছেন বেশ কয়েকজন যাত্রী। সূত্রমতে, গত ৬ তারিখ সুন্দরবন ৮ লঞ্চের ৩৪৮ নং কেবিনের টিকেট ক্রয় করেছিলেন যাত্রী রহমান। একই কেবিনের টিকেট ক্রয় করলেন দৈনিক বাংলার বনের একজন সংবাদকর্মী তবে উভয় টিকেটই সুন্দরবন কাউন্টার থেকে কেনা বলে জানা যায়। একটু পরে আরেকজন যাত্রী মঈন এসে জানালেন তার সোফার টিকেট অন্যআরেকজনের কাছে বিক্রি করা হয়েছে। মঈন জানান সোফার টিকেটটি তিনি ১হাজার টাকা দিয়ে এক ব্যক্তির কাছ থেকে ক্রয় করেছেন। এ নিয়ে যাত্রী ও মালিক পক্ষের মধ্যে বাক-বিতন্ডায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। শেষ পর্যায়ে যাত্রীদের মাঝে ঘটনাটি প্রকাশ পেলে মঈনের টিকেট লঞ্চ কতৃপক্ষ নিয়ে ৫শ টাকা ফেরত দেন।