ভোলার আমেনা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি ॥ ভোলায় চাঞ্চল্যকর ৪ সন্তানের জননী আমেনা বেগমের হত্যার বিচার দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়। গতকাল রবিবার বেলা ১১ টার দিকে জেলা জজ কোর্টের সামনে ওই মানববন্ধনে নিহতের স্বজন, মানবাধিকার কার্মী, আইনজীবী, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেয়।

মানববন্ধনে অংশ গ্রহণকারীরা জানায়, গত ৪ নভেম্বর মধ্যরাতে স্বামী কামাল জমাদ্দার তার স্ত্রী ৪ সন্তানের জননী আমেনা বেগমকে শারিরীক নির্যাতন করে নির্মম ভাবে হত্যা করে। পরদিন সাকালে ওই বাড়িতে পুলিশ গেলে স্বামী কামাল জমাদ্দার পালিয়ে যায়। এদিকে নিহতদের স্বজনরা ভোলা থানায় স্বামী কামাল জমাদ্দারকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। তবে গত ১০ দিনেও পুলিশ আসামীকে গ্রেফতার করতে ব্যার্থ হয়।  নিহতের পরিবারের অভিযোগ এলাকার একটি প্রভাবশালী মহলের সেল্টারে খুনি কামাল জমাদ্দার পুলিশের নাকের ডগায় ঘুড়ে বেড়াচ্ছে।