নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে সোমবার সন্ধ্যায় আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিযানের উদ্বোধন করেছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এডভোকেট তালুকদার মোঃ ইউনুস। অনুষ্ঠিত সভায় বিশেষ বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন বলেছেন, সাবেক ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সভাপতি পংঙ্কজ দেবনাথ বলেছেন। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ইউসুফ মোল্লা, উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, ভাইসচেয়ারম্যান মোঃ জসিম সরদার প্রমুখ।