বরিশালের বিভাগীয় মহাসমাবেশ মহরা নিয়ে গৌরনদীতে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত

গৌরনদী অফিস॥ বরিশালের বিভাগীয় মহাসমাবেশে অধিক লোক দেখাতে শক্তি পরীক্ষার জন্য গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মহরা দেয়াকে কেন্দ্র করে গৌরনদীতে বিএনপির দু’গ্রুপের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৫ জন আহত হয়েছে। এ সময় নবম সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের বিএনপি সমর্থিত চারদলীয় জোটের পরাজিত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি প্রকৌশলী আব্দুস সোবাহানকে লাঞ্চিত করেছে বিএনপির আকন কুদ্দুসুর রহমানের সমর্থকেরা।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডের উত্তর পার্শ্বের বিএনপির দলীয় কার্যালয় পূর্ব থেকে দখল করে অবস্থান করেন বরিশাল জেলা উত্তর বিএনপির সাধারন সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আকন কুদ্দুসুর রহমান ও তার সমর্থকরা। একই সময় বাসষ্ট্যান্ডের দক্ষিণ পার্শ্বে সোবাহান ও তার সমর্থকরা মহরা দেয়ার জন্য জড়ো হয়। এ সময় উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। সন্ধ্যায় প্রকৌশলী আব্দুস সোবহান ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল হোসেন মিয়া, কেন্দ্রীয় বাস্তুহারা দলের সভাপতি শরীফ হাফিজুর রহমান টিপুসহ তার সমর্থকরা মহরা নিয়ে বিএনপির কার্যালয়ের সম্মুখে আসলে কুদ্দুসের সমর্থকরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে ধাওয়া করে। এসময় উভয় গ্রুপের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে সোবাহান সমর্থক যুবদল নেতা দেলোয়ার হোসেন, সফিকুর রহমান শরীফ স্বপন, রফিক চোকদারসহ কমপক্ষে ৫ জন আহত হয়। এ সময় কুদ্দুসের সমর্থকরা প্রকৌশলী আব্দুস সোবাহানকে লাঞ্চিত করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে।