বরিশাল জেলায় আড়াই লাখ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা

বরিশাল প্রতিনিধি ॥ বরিশাল জেলার ১০ উপজেলায় প্রায় আড়াই লাখ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে কৃষি বিভাগ। ১ লাখ ১৯ হাজার ৭শ’ ১০হেক্টর জমিতে চাষ করা উফশী ও স্থানীয় জাতের রোপা আমন থেকে এই লক্ষ্যমাত্র নির্ধারন করা হয়। লক্ষ্যমাত্রার চেয়েও বেশী ফলন হতে পারে বলে প্রত্যাশা করছেন কৃষি বিশেযজ্ঞরা।

জেলা কৃষি সম্প্রসারনের তথ্য মতে এ বছর (২০০২-১২) জেলার ১০ উপজেলায় মোট ১ লাখ ১৯ হাজার ৭শ’ ১০ হেক্টর জামিতে উফশী ও স্থানীয় জাতের রোপা আমন চাষ করা হয়েছে। এতে ফলনের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ১৮ মেট্রিক টন ধান।
গত বছর (২০১০-১১) জেলার ১০ উপজেলায় মোট ১ লাখ ১ হাজার ৮শ’ ৮৫ হেক্টর জমিতে উফশী ও স্থানীয় জাতের রোপা আমন চাষ করে মোট ২ লাখ ৩৯ হাজার ৬শ’ ৪২ মেট্রিক টন চাল উৎপাদন হয়েছিলো।

কৃষি কর্মকর্তা নিত্যরঞ্জন বিশ্বাস জানান, প্রকৃতি ভালো থাকলে এবং পোকা-মাকড়ের আক্রমন না হলে এ বছর রোপা আমনের ফলন লক্ষ্যমাত্রা অতিক্রম করবে। গত আগষ্টে বরিশাল সদর ও বাকেরগঞ্জে অতিবর্ষন এবং জোয়ারের পানিতে বীজতলা তলিয়ে যাওয়ায় বীজ রোপনে ১০-১৫ দিন বিলম্ব হয়। না হলে ফলন আরো ভালো হতো। বরিশাল অঞ্চলে চলতি সপ্তাহের শেষের দিকে ধান কাটা মৌসুম শুরু হয়ে আগামী ১৫ জানুয়ারী পর্যন্ত চলবে।