বানারীপাড়ায় বৃদ্ধার বস্তাবন্দি লাশ উদ্ধার

বরিশাল প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়ার তেতলা গ্রাম থেকে নিখোঁজ হওয়ার ৩ দিন পর বৃদ্ধ অশ্বিনী রায়ের (৬৫) বস্তাবন্দী লাশ বিশারকান্দী নদী থেকে উদ্ধার করা হয়েছে।

১১ নভেম্বর রাতের খাওয়া শেষে অশ্বিনী রায়ের পরিবারের সকলে ঘুমিয়ে পড়েন। ১২ নভেম্বর সকালে ঘুম থেকে ওঠে পরিবারের সদস্যরা দেখেন তিনি ঘরে নেই। ঐ দিন থেকে নিকটাত্মিয়দের কাছে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিলো না। রবিবার রাতে অশ্বিনী রায়ের স্ত্রী ঘাটে থাকা নিজের নৌকার রশি ছেড়া দেখে সন্দেহ হলে নদীতে ডুব দেয়া শুরু করেন। রাত ১১টায় নদীতে বস্তাবন্দী অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়।

বানারীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির জানান, বস্তাবন্দি অবস্থায় নদীতে পাওয়া অশ্বিনী রায়ের গলায় রশি পেচানো ছিল। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যার পর লাশ গুম করার জন্য বস্তার মধ্যে ইট পাথর দিয়ে নদীতে ফেলে দেয়া হয়েছে। বিষয়টি তদন্তের জন্য উপ-পরিদর্শক রফিকুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য গতকাল সোমবার শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।