মেহেন্দিগঞ্জের চাষীদের পুলিশ সুপারের নিকট আবেদন

বরিশাল প্রতিনিধি ॥ মেহেন্দিগঞ্জের বিরোধমুক্ত চরগাগুরিয়ার তিনশ একর জমির ধান লুটের পাঁয়তারা আশংকায় চাষীরা পুলিশ সুপারের কাছে আবেদন করেছে।

দু’ বছর পূর্বে ভোলার লাঠিয়ালরা আমন মৌসুমে ভোলা পুলিশের সহায়তায় গাগুরিয়ার ধান কাটার পাঁয়তারা করেছিল। কিন্তু চাষীদের বাধার মূখে  লাঠিয়াল ও পুলিশ ধান ফেলে পালিয়ে যায়। এবার আমনের বাম্পার ফলন হওয়ায় ভোলার লাঠিয়ালদের লোলুপ দৃষ্টি গাগুরিয়ার আমন ধানের দিকে। চাষীদের কষ্টে অর্জিত আমন ধান হারানোর ভয়ে আতংকিত হয়ে পরেছে গাগুরিয়ার  শত শত চাষী।
ধান রক্ষায় গতকাল সোমবার চাষীরা বরিশাল পুলিশ সুপারের কাছে প্রতিকার চেয়ে আবেদন করে। পুলিশ সুপার দেবাশিষ ভট্টাচার্য্য মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আইনগত সহায়তা দেয়ার নির্দেশ দেন।