নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের গৌরনদী-সরিকল সড়কের টিকাসার নাকমস্থানে মঙ্গলবার বিকেলে বেপরোয়াগতিতে আসা মটরসাইকেলের চাঁপায় এক চরমোনাই পীরের মুরিদ নিহত হয়েছেন। নিহতের বাড়ি গৌরনদী উপজেলার টিকাসার গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চরমোনাই পীরের মুরিদ ওই গ্রামের আব্দুর রশিদ সরদার (৬০) আছরের নামাজ আদায়ের জন্য টিকাসার জামে মসজিদের উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে পিছনদিক থেকে বেপরোয়াগতিতে আসা মটরসাইকেল রশিদ সরদারকে চাঁপা দেয়। স্থানীয়রা মুর্মুর্ষ অবস্থায় রশিদ সরদারকে উদ্ধার করে গৌরনদী হাসপাতালে নিয়ে আসলে কত্যর্বরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করেন। এলাকাবাসি ঘাতক মটরসাইকেলটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।