শুভব্রত দত্ত, বরিশালঃ বরিশালের বাবুগঞ্জে সুগন্ধা নদীর ভাঙ্গনের কবল থেকে রক্ষা পেতে স্থানীয়দের নিজেস্ব অর্থায়নে ভাঙ্গন রক্ষা বাঁধের কাজ শুরু হয়েছে। মঙ্গলবার ভাঙ্গন প্রতিরোধ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ ওয়ার্কার্স পাটির সভাপতি ও এমপি রাশেদ খান মেনন।
এর আগে এমপি মেনন ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবিতে ভাঙ্গন প্রতিরোধ গণ কমিটির ব্যানারে অনশন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন।
স্থানীয় চর সাধুকাঠী এলাকায় সংসদ সদস্য কমরেড রাশেদ খান মেনন নিজ হাতে নদীতে পার্কোপাইন ফেলে ভাঙ্গন প্রতিরক্ষা বাঁধ নির্মাণের উদ্বোধন করেন। একই সাথে রাকুদিয়া নতুন হাটে ঢাকা-বরিশাল মহাসড়সকের পাশে ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা নেয়ার দাবিতে ভাঙ্গন প্রতিরোধ গণ কমিটির ব্যানারে অনুষ্ঠিত গণ অনশনে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় জন প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই অনশনে এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেয়। এ উপজেলার বিস্তৃর্ন কৃষিজমি, ঘরবাড়ি, জনপদ, সরকারী বেসরকারি স্থাপনা নদী গর্ভে বিলীন হয়েছে।
এদিকে স্থানীয়রা জানায় সরকারি সহায়তা ছাড়াই বাবুগঞ্জ উপজেলার বাহেরচর, রাকুদিয়া, ঘোষকাঠি এলাকাবাসী ভাঙ্গন রোধে কাজ করছে। নিজেদের অর্থায়নে প্রায় তিন কিলোমিটার ভাঙ্গন এলাকায় পার্কোপাইন (বাঁশের খাচার ভিতরে ইট দেয়া) দিয়ে ভাঙ্গন প্রতিরোধ বাঁধ নির্মাণের লক্ষ্যে কাজ শুরু করেছে।