গৌরনদীতে আওয়ামীলীগ নেতাদের বিড়ল দৃষ্টান্ত – বিএনপির বরিশাল বিভাগীয় মহাসমাবেশ

উল্লেখ্য, বিগত বিএনপি-জামায়াতের চারদলীয় জোট সরকারের আমলে (২০০৪ সালে) ৫ দিনব্যাপী দক্ষিণাঞ্চল সফরে আসেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রি শেখ হাসিনা। সফরের প্রথম দিন ২ এপ্রিল দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ঠ্যান্ডে শেখ হাসিনার গাড়ির বহর পৌঁছলে স্থানীয় বিএনপি দলীয় সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের নেতৃত্বে বিএনপি-জামায়াতের নেতা-কর্মী ও ক্যাডাররা রামদা, হকিষ্টিক, লাঠিসোটা ও বোমা নিয়ে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তার গাড়ি বহরে হামলা চালিয়ে ভাংচুর করে। ওইসময় আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকেও মারধর করা হয়।

ওইসময় চারদলীয় জোটের ক্যাডাররা হামলা ও বোমা বিস্ফোরন করে গুরুতর আহত করেছিলেন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ, উপজেলা ওলামালীগের সভাপতি হাফেজ নুরুল হকসহ স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মীদের।আওয়ামীলীগ নেতা কালিয়া দমন গুহ বলেন, আওয়ামীলীগ প্রতিহিংসার রাজনীতি করে না। মহাজোট সরকার ক্ষমতা গ্রহনের পর থেকে আজ পর্যন্ত বাংলার জনগনকে সেটাই প্রমান করে দেয়া হয়েছে।

অভিনন্দন

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার গাড়িবহর পৌনে তিনটায় সড়কপথে গৌরনদী অতিক্রম কালে বরিশালের প্রবেশদ্বার গৌরনদীর ভুরঘাটা ও গৌরনদী বাসষ্ঠান্ডসহ বিভিন্নস্থানে ব্যান্ড পার্টিসহ নানা রঙ্গ বেরঙ্গের ব্যানার, ফেষ্টুন নিয়ে বিএনপির নেতা-কর্মীরা মহাসড়কের দু’পার্শ্বে দাড়িয়ে বেগম খালেদা জিয়াকে লাল গালিচার শুভেচ্ছা জানান। বেগম খালেদা জিয়া হাত নেরে নেতা-কর্মীদের অভিনন্দন গ্রহন করেন।

বিএনপির অভ্যন্তরীন বিরোধ

মহাসমাবেশে যোগদানের জন্য গত সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপির মনোনীত পরাজিত প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের উদ্যোগে নেতা-কর্মীদের বরিশালে যাওয়ার জন্য ২০টি লোকাল বাস রির্জাভ করা হয়। অভ্যন্তরীন কোন্দলের কারনে আগৈলঝাড়া বিএনপির অধিকাংশ নেতা-কর্মীরা সোবহানের ভাড়া করা গাড়িতে উঠেননি।

তোরন দখলের প্রতিযোগীতা

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার সীমান্তবর্তী ভূরঘাটা বাসষ্ঠ্যান্ড থেকে বাটাজোর বাসষ্ঠ্যান্ড পর্যন্ত গৌরনদী উপজেলা বিএনপির উদ্যোগে সু-বিশাল ১২ টি তোরন নির্মান করা হয়। নির্মানাধীন অধিকাংশ তোরনে সৌজন্য হিসেবে পৃথক ভাবে চার থেকে সাতজনের নাম ও ডিজিটাল ছবি সংবলিত ব্যানার লাগানো হয়েছে।

মহাসমাবেশগামী লোকজনকে বিভিন্ন স্থানে বাধা

বরিশালে বিএনপির মহাসমাবেশে আসা নেতাকর্মীদের বিভিন্ন স্থানে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, ভোলার লোকজন যাতে মহাসমাবেশে আসতে না পারে সেজন্য লাহারহাট ফেরি বন্ধ করে দেয়া হয়েছে। ঝালকাঠির নলছিটিতে কর্মীদের উপর চালানো হয়েছে হামলা। নলছিটি উপজেলা যুবদল ও শ্রমিক দলের সভাপতিসহ ৭ নেতা-কর্মীকে মারধর করেছে আওয়ামী লীগ ক্যাডাররা। বিএনপি কর্মীদের ট্রলারও লুট করে নিয়ে গেছে তারা। তাদের বাসে আসতেও বাধা দেয়া হয়।

সমাবেশ উপ-কমিটির মিডিয়া বিষয়ক সদস্য সচিব বিএনপির কেন্দ্রীয় সদস্য মাহবুবুল হক নান্নু বলেন, মঙ্গলবার রাত থেকেই আওয়ামী লীগের ক্যাডাররা বিএনপি কর্মীদের ঘরে ঘরে ভয় ভীতি দেখাচ্ছে। আজ সকাল থেকে কর্মীদের সমাবেশে আসতে বিভিন্ন স্থানে বাধা দেয়া হচ্ছে।