গৌরনদীতে পুলিশ পরিচয়ে ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের গৌরনদী উপজেলার উত্তর পালরদী গ্রামের পলাতক মামলার আসামির গৃহে বুধবার গভীর রাতে পুলিশ পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠেত হয়েছে। মুখোশপড়া ডাকাত দল ওই গৃহ থেকে নগদ অর্ধলক্ষাধিক টাকা, স্বর্ণালংকারসহ মোবাইল ফোন লুটে নিয়েছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

ওই গ্রামের শাহজাহান মোল্লার পুত্র লিবিয়া ফেরত সবুজ মোল্লার স্ত্রী গৃহকর্তী ছালমা বেগম জানান, পাশ্ববর্তী বাড়ির আব্দুল হাই মোল্লার সাথে জমিজমা নিয়ে তাদের মামলা চলে আসছে। ওই ঘটনায় মঙ্গলবার রাতে গৌরনদী থানা পুলিশ তার স্বামী, শশুড়, দেবরসহ অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য তাদের গৃহে অভিযান চালায়। একই পন্থ্যায় বুধবার রাত আড়াইটার দিকে পুলিশ পরিচয়ে তাদের গৃহের দরজা খোলতে বললে তারা দরজা খুলে দেন। এসময় ৫/৬ জন অর্ধমুখোশপড়াপরা ডাকাতদল ঘরে প্রবেশ করে। তারা ওই ঘরে থাকা ছালমা বেগম (৩২) ও তার দেবর ব্যবসায়ী স্বপন মোল্লার স্ত্রী শারিমন বেগমকে (২৮) অস্ত্রের মুখে জিম্মি করে। একপর্যায়ে ডাকাতরা তাদের ঘরে থাকা নগদ অর্ধলক্ষাধিক টাকা, ৪ ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল লুট করে নেয়। ছালমা বেগম আরো জানায়, অর্ধ মুখোশপড়া ডাকাতদের অনেককেই সে চিনেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, পুলিশ পরিচয়ে ডাকাতির বিষয়টি রহস্যজনক।