গৌরনদীর মেদাকুলে তিন দিন ব্যাপী ফার্নিচার মেলা

মোঃ হানিফ সরদার, গৌরনদীঃ হিন্দু সম্প্রদায়ের কার্তিক পূজা উদযাপন উপলক্ষে বরিশালের গৌরনদীতে প্রায় দু’শো বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসা তিনদিন ব্যাপী ফার্নিচার মেলা প্রতি বছরের ন্যায় আগামীকাল শুক্রবার থেকে উপজেলার মেদাকুল মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুরু হচ্ছে।

মেলা পরিচালনা কমিটির সভাপতি ও খাঞ্জাপুর ইউপি চেয়ারম্যান আকন সিদ্দিকুর রহমান জানান, হিন্দু সম্প্রদায়ের কার্তিক পূজা উপলক্ষে দু’শো বছরের ঐতিহ্যবাহী এ ফার্নিচার মেলা  প্রতি বছর বাকাই-মেদাকুল এলাকায় অনুষ্ঠিত হয়ে আসছে। এর ধারাবাহিকতায় এ বছর মেদাকুল মাধ্যমিক বিদ্যালয় মাঠে তিনদিন ব্যাপী ফার্নিচার মেলা আজ শুক্রবার থেকে শুরু হবে। যশোর, কুষ্টিয়া, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুরসহ বিভিন্ন এলাকা থেকে আগত অর্ধশতাধিক ফার্নিচার ব্যবসায়ী বিভিন্ন ধরনের ফার্নিচার নিয়ে এ মেলায় স্টল বসিয়েছেন। এ ছাড়া শিশু কিশোরদের খেলনা, কসমেটিকস্, হোটেলসহ আরো অর্ধশতাধিক স্টল মেলায় স্থান পেয়েছে। মেলায় আগতদের নিরাপত্ত্বা দিতে স্থানীয় পুলিশ প্রশাসনের উদ্যোগে মেলা প্রাঙ্গনে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হয়েছে।