রাজাপুরে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া ॥ ডাক বাংলো ভাংচুর

আহমেদ আবু জাফর, ঝালকাঠি ॥ রাজাপুর উপজেলার বৃহস্পতিবার রাতে ছাত্রলীগ কর্মীদের সশস্ত্র হামলায় উপজেলা ডাকবাংলো এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় ছাত্রলীগ, যুবলীগ ও আ’লীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও বেপরোয়া ছাত্রলীগ কর্মীরা উত্তেজিত হয়ে সরকারি ডাক বাংলোয় হামলা চালিয়ে ভাংচুর করে। রাজাপুর থানার ব্যাপক পুলিশ সদস্য পরিস্থিতি নিয়ন্ত্রনে লাঠিপেটায় বেশ কিছু নেতাকর্মী আহত হন।

ছাত্রলীগ কর্মীরা জানায়, গুছ প্রক্রিয়ায় টেন্ডার সমাপ্ত হলেও টেন্ডারের বিটের টাকা যুবলীগ ও আ’লীগের নেতাকর্মীরা আত্মসাৎ করায় তারা এ হামলা চালায়। স্থানীয় সংসদ সদস্য বিএইচ হারুন এলাকায় অবস্থানকালে এ ধরনের ঘটনা ঘটল। এ নিয়ে এলাকায় উভয় গ্র“পের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী।

সূত্র জানায়, গত মাসের শেষের দিকে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৯টি বিদ্যালয় নির্মান কাজে টেন্ডারের আহ্বান করা হলে দলের মধ্যে ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতিতে হাই কমান্ডের নেতৃত্বে গুচ্চ প্রক্রিয়ায় কিছু নেতাকর্মীদের মাঝে কাজ ভাগাভাগি হয়। ছাত্রলীগের নির্ভরযোগ্য সূত্র জানায়, বিটের প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকা যুবলীগ নেতা নজরুল ইসলাম স্বপন তালুকদার, কাজল শরীফ, রফিকুল ইসলাম খসরু ও ছাত্রলীগের আহ্বায়ক নাসির উদ্দিন মৃধাসহ বেশকিছু নেতাকর্মীরা ভাগ ভাটোয়ারার দায়িত্ব নেন। কিন্তু টাকা সঠিকভাবে বিতরণ না করেই নিজেরা এর একটি বিশাল অংক হাতিয়ে নিয়েছেন বলে ছাত্রলীগ কর্মীরা অভিযোগ করেন।

ফলে গত কয়েকদিন ধরেই ভাগের টাকা বঞ্চিত ছাত্রলীগ কর্মীরা বেপরোয়া হয়ে উঠলে চরম উত্তেজনা দেখা দেয়। বৃহস্পতিবার উপজেলা পরিষদ ডাক বাংলোয় যুবলীগ ও আ’লীগের নেতারা আবারো ওই টাকার ভাটোয়ারা নিয়ে আলোচনায় বসলে উত্তেজিত ছাত্রলীগ কর্মীরা হামলা চালায়। এসময় মূল দরজা বন্ধ করে দেয়া কর্মীরা হলে বাইরের জানালার কাঁচ ভাংচুর করে। রাজাপুর থানা  পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ছাত্রলীগ কর্মী জাকির হোসেনকে আটক করে। পরে রাতেই তাকে আবার ছেড়ে দেয়া হয়। রাজাপুর উপজেলা ছ্ত্রালীগের আহবায়ক নাসির উদ্দিন মৃধা বীটের টাকা নিয়ে হামলার ঘটনার কথা অস্বীকার করে বলেন, দলীয় সাংগঠনিক মিটিং চলাকালে কিছু উত্তেজিত ছাত্রলীগ কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের বলেন, আমি এঘটনার ব্যাপারে অবগত নই, যদি এধরনের কোন ঘটনা ঘটে তবে অবশ্যই যে দলের নেতা কর্মীরাই ভাংচুর করুকনা কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।