রাঙ্গাবালীতে এক ছাত্রের দুই স্কুলে রেজিষ্ট্রেশন

উম্মে রুমান, বরিশাল ॥  গলাচিপা উপজেলার নবগঠিত রাঙ্গাবালী উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষা-২০১১ জন্য এক ছাত্রের দুই স্কুলে রেজিস্ট্রেশন করেছে। জানা যায় রাঙ্গাবালী থানা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি চতলাখালী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ হোসেন তার ছেলের পরীক্ষায় সুযোগ সন্ধানের উদ্দেশ্যে দুটি স্কুরে রেজিষ্ট্রেশন করেছে। রাঙ্গাবালী ইউনিয়নের উত্তর কাজির হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ রেজিষ্ট্রেশনের খবর পাওয়া গেছে। পঞ্চম শ্রেণীর ছাত্র মনজুর মোর্শেদ এর পিতা ফরিদ হোসেন চতলাখালী স্কুলের প্রধান শিক্ষক। উত্তর কাজির হাওলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খালিদ হাসান জানান এ কাজ উপজেলা শিক্ষা অফিসের ক্লার্ক নজরুল ইসলামের  মাধ্যমে করেছেন। তিনি ১৮ জন পরীক্ষার্থীর রেজিষ্ট্রেশন ফরম পূরন করে পাঠিয়েছেন। পরে উপজেলা শিক্ষা অফিস থেকে ভিন্ন কালি দ্বারা লেখা এ নামটি এসেছে। তিনি চূড়ান্ত ফরমে ঐ ছাত্রের নাম দেখে হতভাগ হয়েছেন । রেজিষ্ট্রেশনের প্রাক্কালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সিকি পাঠানো হয়। এরপর তট পাঠানো হয় কারেকশন করা হয় কয়েক বার তবুও কিভাবে এমন হল তা তিনি জানেন না।

এ ব্যাপারে ঐ ছাত্রের পিতা জানান ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। তার ছেলে চতলাখালী প্রাথমিক বিদ্যালয় থেকে মডেল টেস্ট দিয়েছে এবং ঐ স্কুল থেকেই সমাপনি পরীক্ষা দিবে। তিনি আরো জানান, প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় তাকে রাঙ্গাবালী বাহেরচর  পরীক্ষা হলের দায়িত্ব দেয়ার কথা ছিল সে জন্যই ছেলেকে ঐ স্কুল থেকে রেজিষ্ট্রেশন করা হয়েছে।