তজুদ্দিনে ভাসানীর ৩৫ তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব সংবাদদাতা ॥  ভোলার তজুমদ্দিনে উপজেলা বিএনপি’র উদ্যোগে মজলুম জননেতা আবদুল হামিদ খান ভাসানীর ৩৫ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় তজুমদ্দিনে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি’র যুগ্ন-আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান গোলাম মো¯তফা মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপি আহ্বায়ক আলহাজ্ব মো¯তাফিজুর রহমান বলেন, মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন এ দেশের নির্যাতিত, নিপিড়ীত মানুষের বন্ধু। ভাসনী সর্বদা বাংলাদেশের মানুষের সুখ ও দুঃখের শামিল হতে গিয়ে জীবনের অধিকাংশ সময় জেলে কাটিয়েছেন। তাই তার আদর্শে অনুপ্রাণিত হয়ে বর্তমান সমাজকে এগিয়ে নিতে।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চাঁদপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সম্পাদক হাজী ওয়াজিউল্যাহ মিয়া, বিএনপি নেতা জহুরুল হক মাষ্টার, সম্ভুপুর উঃ বিএনপি’র সাবেক সম্পাদক জাহাঙ্গীর আলম মিয়া, জাহাঙ্গীর আলম মেম্বার, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম বাবলু হাং,যুবদল নেতা আবুল হাসান মহাজন, হাজী জাহিদুর রহমান মিরন, জামাল উদ্দিন, মাওঃ মাকসুদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নুরুল আহাদ তছলিম, যুগ্ন সম্পাদক গিয়াস উদ্দিন, ছাত্রদল নেতা জাহিদ হাসান দিদার প্রমুখ। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের যুগ্ন-সম্পাদক নজরুল ইসলাম সুজন প্রমূখ।