গৌরনদী সংবাদদাতা ॥ আলোচনাসভা ও কেক কাটার মধ্য দিয়ে বরিশালের গৌরনদী উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে রবিবার বিকেলে তারেক রহমানের জন্মদিন পালন করা হয়েছে।
গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ্য বিএনপির দলীয় কার্যালয়ে বিকেল পাঁচটায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব আবুল হোসেন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা উত্তর বিএনপির সাবেক সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুর রব। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারন সম্পাদক শাহ আলম ফকির, উপজেলা যুবদলের সভাপতি সফিকুর রহমান শরীফ স্বপন, পৌর বিএনপির সভাপতি নান্না খান, উপজেলা মহিলা দলের নেত্রী শাহনাজ পারভীন রুহিনা, পৌর নেত্রী মাসুদা বেগম।
বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাধারন সম্পাদক রফিক চোকদার, পৌর যুবদলের সাধারন সম্পাদক জামাল হাওলাদার, স্বেচ্ছাসেবক দল নেতা শাহজাদা শরীফ, মাসুম বিল্লাহ মিলন, যুবদল নেতা রুহুল আমীন তালুকদার, দেলোয়ার সিকদার, ছাত্রদল নেতা জসিম শরীফ, বেল্লাল হোসেন, মোঃ সাইদ প্রমুখ। আলোচনা সভায় উপজেলা সাতটি ইউনিয়ন ও পৌরসভার নয়টি ওয়ার্ডের বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। শেষে জন্মদিনের কেক কাটা হয়।
একইদিন উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন যুবদল উদ্যোগে অনুরূপভাবে তারেক রহমানের জন্মদিন পালন করা হয়। খাঞ্জাপুর ইউনিয়ন যুবদল নেতা হুমায়ুন কবির, সোবাহান বেপারী, জাকির হোসেন, শাহিন বেপারী, ফরিদ কাজী, মেহেদী হাসান, রেজাউল কাজী, শাহাদাত হোসেন, শিমুল, পলাশসহ অন্যান্য নেতৃবৃন্দরা ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন।