আহম্মেদ আবু জাফর, ঝালকাঠি ॥ ঝালকাঠিতে বিএনপি নেতা বিনয়কাঠি ইউপি চেয়ারম্যান এলিন সরদারের পিতা মরহুম আঃ ছালামের কুলখানী গতকাল স্থানীয় সুকন্ধীয়া স্কুল মাঠে অনুঠিত হয়েছে। দোয়া অনুষ্ঠানে অংশ নেন আওয়ামীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ঝালকাঠি-২ আসনের (ঝালকাঠি-নলছিটি) সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু, জেলা বিএনপির আহবায়ক ডাঃ টি আহম্মেদ, সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্ট, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্মআহবায়ক শিল্পপতি জেবা আহমেদ খান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডঃ খান সাইফুলাহ পনির, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান হোসেন খান, জেলা বি.এন.পির যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় নেতা মাহাবুবুল হক নান্নু, জেলা বিএনপি নেতা মিয়া আহমেদ কিবরিয়া, যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম নুপুর সহ জেলা বি.এন.পি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্ধ সহ এলাকার হাজার হাজার মুসলী মহুরমের দোয়াও মোনাজাতের অনুষ্ঠানে অংশ নেয়। পরে অগত নেতারা একে অপরের সাথে কুশল বিনীময় করেন।