ওয়ার্ডপ্রেসই সেরা ব্লগিং প্লাটর্ফম – জিন্নাত উল হাসান

সহজে ব্যবহারের সুবিধা

ইনস্টলের মুর্হূত থেকে শুরু করে ব্লগ পোষ্ট করা পর্যন্ত কিংবা ডিজাইন পরিবর্তন থেকে শুরু করে ব্যাকআপ নেয়া পর্যন্ত – প্রতিটি পদক্ষেপে ওয়ার্ডপ্রেসই সেরা। প্রতিটি কাজের জন্য এর রয়েছে তথ্য সমৃদ্ধ টিউটোরিয়াল, প্রতিটি বাটন, প্রতিটি ঘর Self-Explanatory। অনেকেই প্রশ্ন করেন, আমি তো প্রোগ্রামিং জানি না, আমি কি ব্লগিং করতে পারবো কিংবা ব্লগিং করতে হলে কি কি প্রোগ্রামিং ভাষা জানা প্রয়োজন। তাদের উদ্দেশ্যে শুধু একটি কথা বলব – ওয়ার্ডপ্রেস ব্যবহার কোনো প্রোগ্রামিং ভাষা জানার প্রয়োজন নেই

আমি কেন ব্লগিংয়ের জন্য ওর্য়াডপ্রেস ব্যবহার করি ~ ওয়ার্ডপ্রেসই সেরা ব্লগিং প্লাটর্ফম

হরেক রকম ডিজাইন

ওর্য়াডপ্রেসের ডিজাইনের জন্য টেমপ্লেট / থীম ব্যবহার করা হয়। গুগলে খুঁজলে হাজার হাজার ফ্রি কিংবা পয়সা দিয়ে কেনা যায় এমন থীম পাওয়া সম্ভব। আর ওয়ার্ডপ্রেসের নিজস্ব থীম ভান্ডার তো আছেই। ওয়ার্ডপ্রেসে থীম ইনস্টলের পদ্ধতিটি এখন খুবই সহজ হয়ে গিয়েছে। এখন মাত্র দুই ক্লিকে থীম ইনস্টল করা সম্ভব। আর আপনি যদি CSS, HTML এবং PHP জানেন, তাহলে তো কোনো কথাই নাই। নিজের জন্য নতুন থীম ডিজাইন করতে পারেন কিংবা প্রয়োজনমতো থীমে পরিবর্তন করতে পারবেন।

সেরা প্লাগইনের ভান্ডার

ওয়ার্ডপ্রেসে যেসব সুবিধা নেই, সেই অভাবগুলো পূরনের জন্য আমরা ব্যবহার করি প্লাগইন। আর আগে একটি পোস্টে প্লাগইন নিয়ে অনেক কথা বলেছি। আমার মতে, নিত্যপ্রয়োজনীয় প্লাগইনগুলোই ওয়ার্ডপ্রেসকে এত জনপ্রিয় করে তুলতে সাহায্য করেছে। বলতে গেলে, বিজ্ঞাপন বসানো থেকে শুরু করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন – প্রতিটি কাজের জন্যই প্লাগইন পাওয়া যায়। আর প্লাগইন ইনস্টলও থীম ইনস্টলের মতো খুবই সহজ।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন

আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, ওয়ার্ডপ্রেস তার অন্য প্রতিদ্বন্দি জুমলা, ড্রুপাল থেকে হাজারগুলো সার্চ ইঞ্জিন বান্ধব এবং অপটিমাইজেশনে সহায়ক। এর সাইট নেভিগেশন, ক্যাটাগরি মেটা ট্যাগ যোগ করার সুবিধা, Ping করা, টেবিলবিহীন ডিজাইন, h1 h2 h2 এর কার্যকর ব্যবহার ছাড়াও আরোও অনেকগুলো সুবিধা একে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে অপ্রতিদ্বন্দি করে তুলেছে। এছাড়া অপটিমাইজেশনের জন্য কিছু প্লাগইন পাওয়া যায়, সেগুলোর ব্যবহার ১০০% সাফল্য নিশ্চিত করে।

আমি কেন ব্লগিংয়ের জন্য ওর্য়াডপ্রেস ব্যবহার করি ~ ওয়ার্ডপ্রেসই সেরা ব্লগিং প্লাটর্ফম

সহজে বিজ্ঞাপন ব্যবহার

আগেই বলেছি, ওয়ার্ডপ্রেস একটি ওপেন সোর্স সফটওয়ার। তাই যেকোনো সময়ে ইচ্ছেমতো এর সোর্সকোডে পরিবর্তন আনা সম্ভব। এভাবে পরিবর্তন এনে সুবিধা মতো স্থানে বিজ্ঞাপন বসানো সম্ভব। ফলে বিজ্ঞাপনগুলো দেখতে যেমন সুন্দর দেখায় তেমনি ক্লিক বেশি পড়ার নিশ্চয়তা দেয়া যায়। আর যারা কোডিং জানেন না, তাদের জন্যে তো হরেকটা প্লাগইন আছেই, যেকোনোটি ব্যবহার করেও আপনি আপনার পছন্দসই স্থানে বিজ্ঞাপন বসাতে পারবেন। এডসেন্স, এডব্রাইট, আমাজন এসোসিয়েটস, কনটেরা – ব্লগারে এর অনেকগুলোই ব্যবহার করা যায় না, সেখানে ওয়ার্ডপ্রেসে যেকোনো বিজ্ঞাপন প্রদর্শনে কোনো বাধা নেই।

নিয়মিত আপডেট

আমার মনে হয়, ওয়ার্ডপ্রেস যত দ্রুত আপডেট বের করে, পৃথিবীতে আর কোনো সফটওয়ার এত দ্রুত বের করতে পারে না। এমনকি ওয়ার্ডপ্রেস ২.৯ তে কি কি আপডেট আসবে তা ঠিক করতে এর ব্যবহারকারিদের মধ্যে ভোটের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি আপডেট সময়ের প্রয়োজন পূরনের সাথে সাথে এর নিরাপত্তা নিশ্চিত করে।

আসলে ওর্য়াডপ্রেস নিয়ে যতই কথা বলি না কেন, ওয়ার্ডপ্রেস ব্যবহার না করলে এর সুবিধাগুলো মূল্যায়ন করা সম্ভব নয়। আমি আমার নিজস্ব সব ওয়েবসাইট/ব্লগে ওর্য়াডপ্রেস ব্যবহার করেছি। অনেকে বলতে পারেন, আমি যেহেতু অন্য কোনো সফটওয়ার ব্যবহার করিনি তাই অন্যগুলোর সম্বন্ধে আমার ধারনা নেই। তাদের জন্য বলছি, আমার প্রয়োজনের ১০০ ভাগই ওয়ার্ডপ্রেস মেটাতে সক্ষম। তাই অন্যকোনো সফটওয়ারের প্রয়োজন অনুভব করিনি।

পরিশেষে, সবাইকে ওয়ার্ডপ্রেসের ভুবনে স্বাগত জানাচ্ছি।

লিখেছেন জিন্নাত উল হাসান

তিনি একজন ওয়েব ডেভেলপার, ব্লগার এবং সার্চ ইঞ্জিন কনসালটেন্ট হিসেবে FE Samuels Group এ কর্মরত আছেন।তিনি অবসরে হাসান অনলাইন এ ইংরেজি ব্লগ লিখেন এবং সার্চ ইঞ্জিন ফোরামের এডমিনের দায়িত্ব পালন করছেন।