আলোচিত চাঁদাবাজির মামলায় আদালত থেকে জামিন পেয়েছে ১২ বছরের শিশু স্কুল ছাত্র জুয়েল

উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুরে সেই আলোচিত চাঁদাবাজির মামলায় আদালত থেকে জামিন পেয়েছে ১২ বছরের শিশু স্কুল ছাত্র জুয়েল। রোববার বরিশাল  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৩য় আমলী আদালতের বিচারক শাহিনুর খানমের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তার জামিন মঞ্জুর করেন। শিশু জুয়েলের মামলা পরিচালনা করেন এ্যাডঃ সালাউদ্দিন শিপু ও হেমায়েত উদ্দিন।

শিকারপুরে চাঁদাবাজির ঘটনার মামলার কাউন্টার মামলা হিসেবে শফিকুল ইসলাম করিম নামক এক ব্যক্তি জুয়েলসহ তার পরিবারের ৫জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। তার আগে জুয়েলের ভাই ব্যবসায়ী লিটন করিমসহ সন্ত্রাসীদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করলে সেই মামলার কাউন্টার হিসেবে করিম খান মামলাটি দায়ের করে। মামলা দায়ের হওয়ার পর জুয়েলকে আসামী করার ঘটনা পত্রপত্রিকায় প্রকাশিত হলে তোলপাড় সৃষ্টি হয়। পরে করিমের ভাই আউয়ালের সহযোগী তিন কথিক সাংবাদিক নামধারী দালাল মামলাটি দিয়ে জুয়েলের পরিবারকে হয়রানি করার জন্য বিভিন্ন মহলে জোর তদবির চালায়। এমনকি তারা সাংবাদিক পরিচয়ে প্রভাব খাটিয়ে সন্ত্রাসী আউয়ালকে নিয়ে পুলিশের উর্দ্ধতন মহলে ধর্ণা দেয়। মামলাটি দিয়ে হয়রানির আশায়।

গতকাল হয়রানি মূলক মামলা থেকে জুয়েল ও তার পরিবারের অন্য সদস্যরা হাজির হয়ে জামিন লাভ করেন। জুয়েলের ভাই মিঠু অভিযোগ করেন উজিরপুরের লিটন মিয়া ওরফে পাগলা লিটন, কারেন্ট মিজান ও সিচকে কল্যান সাংবাদিক পরিচয়ে হয়রানি করার জন্য পুলিশের উর্ধ্বতন মহলে তদবির চালাচ্ছে।