গৌরনদীতে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্ট্রান ঐক্য পরিষদের স্মারকলিপি পেশ

গৌরনদী সংবাদদাতা ॥ জমি ভিপি আইন বাতিল ও অর্পিত সম্পত্তি প্রত্যর্পনসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষে রবিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি পেশ করেছেন হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্ট্রান ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা।

সকাল ১১টায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহর নেতৃত্বে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনের কাছে স্মারকলিপি পেশ করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে প্রনব রঞ্জন বাবু দত্ত, মনোজ কুমার গোমস্তাসহ ঐক্য পরিষদ ও গৌরনদী উপজেলা পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা কালিয়া দমন গুহ বলেন, ২০০১ সনের অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের বাস্তবায়ন না হওয়ায় তারা উদ্বিগ্ন ও বিচলিত। গত ৫ জুলাই অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন ২০০১’র সংশোধনের নামে যে বিল সংসদে উত্থাপিত হয়েছে তা নিঃসন্দেহে সংখ্যালঘু স্বার্থবিরোধী। সংসদে এ আইন পাশ হলে দেশের আপামর সংখ্যালঘু জনগোষ্ঠী পূনঃরায় তাদের পিতৃ-পুরুষদের ভিটেভূমী থেকে উচ্ছেদের মুখে পতিত হবে।