ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে প্রাইমারি স্কুলে টিফিন প্রদানের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতাঃ ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে কাজী মাহমুদুল হাসান চঞ্চলের সহায়তায় গৌরনদী উপজেলার লাখে রাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিন প্রদান কর্মসূচী সোমবার উদ্ধোধন করা হয়। এ উপলক্ষে স্কুল মাঠে ছাত্র ছাত্রী ও অভিভাবকদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। লাখে রাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি খাদিজা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, বাংলাদেশ গ্রামীন সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, পৌর কাউন্সিলর কাজী তৌফিক ইকবাল স্বজল, উপজেলা সহকারী শিক্ষা অফিসার অনিমা রানী দত্ত।

বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহসভাপতি কাজী নুরুল মতিন মাসুক, গৌরনদী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ কুতুব উদ্দিন, যুগ্ম সম্পাদক সুদাম পাল, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মাহবুবুল হক খোকন , অভিভাবক কাজী আজিজুল হক, মোঃ মাইনুদ্দিন খান, শিক্ষক কাজী শারমিন, আসমা আকতার, সফিকুল ইসলাম প্রমূখ। উল্লেখ্য ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  ২শত ছাত্র ছাত্রীদের জন্য মাথা পিছু প্রতিদিন ২০ টাকা হারে স্থায়ীভাবে টিফিন সরবারহের উদ্যোগ নেয়া হয়েছে। এ ছাড়া স্কুলের সকল শিক্ষার্থীদের মাঝে বছরে দুই সেট স্কুল পোষাক সরবারহ করা হয়।