রিয়াজ উদ্দিন, শাবি: গণবিরোধী টিপাইমুখ বাঁধ নির্মাণের পরিকল্পনার প্রতিবাদে গতকাল সোমবার জাতীয় ছাত্রদল শাবিপ্রবি শাখা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল সমাবেশ কর্মসূচি পালন করেছে। সংগঠনটির মিছিলটি দুপুর সাড়ে ১২ টায় কদম তলা থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদিক্ষণ শেষে গোলতত্ত্বরে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, সাম্ররাজ্যবাদের দালাল ভারত সরকার মার্কিন-ভারত সমন্বিত পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশে প্রবাহিত সুরমা কুশিয়ারা নদীর উৎপত্তি স্থল মনিপুর রাজ্যের বরাক নদীতে টিপাইমুখ নামক স্থানে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করছে। টিপাইমুখে বাঁধ হলে বাংলাদেশের সুরমা কুশিয়ারার পানি প্রবাহ বন্ধ হয়ে যাবে উল্লেখ করে বক্তারা আরো বলেন, এর ফলে এদেশের জীব বৈচিত্র সহ কৃষি ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। আগামী দশ বছরে সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোণা বি-বাড়িয়া কিশোরগঞ্জ নরসিংদী, কুমিল্লা সহ দেশের এক তৃতীয়াংশ অঞ্চল মরুকরণের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। কয়েক বছরের মধ্যে সিলেট অঞ্চলেল ভুগর্ভস্থ খাবার পানির সংকট দেখা দিবে। অন্যদিকে টিপাইমুখ নামক স্থানটি ভুমিকম্পের প্রবণ অঞ্চল হওয়ায় সেখানে বিদ্যুৎ উৎপাদনের জন্য পানি জমা রাখার যে ট্যাংক তৈরি করা হবে সেখানে ভুমিকম্পের ফলে যেকোন সময় তা ভেঙ্গে গিয়ে এই পানি বাংলাদেশে উপর দিয়ে প্রবাহিত হয়ে কৃষি ব্যবস্থা সহ বাড়িঘর ধ্বংস হয়ে যাবে।
বক্তারা আরো বলেন বিশ্ব অর্থনৈতিক মন্দার ফলে মার্কিন সারাজ্যবাদ তার বিশ্ব যুদ্ধের কৌশল হিসেবে তার প্রতিপক্ষ চীনকে পাল্টা শক্তি হিসেবে এ অঞ্চলে তার সামরিক শক্তি জোরদার করার লক্ষে এখানে তার সামরিক ঘাঁটি নির্মাণ করার প্রয়োজন। এ সামরিক জ্বালানী নিরাপত্তার জন্য এখানে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা তাদের অতি প্রয়োজন।
বাংলাদেশের সরকারি ও বিরোধী দলগুলো একই সাম্ররাজ্যবাদের দালাল হওয়ায় তারা ধ্বংসাত্মক এই টিপাইমুখ বাধেঁর বিরুদ্ধে কোন প্রকার কথা বলছে না। বরং ক্ষমতার লোভে প্রভু সারাজ্যবাদের পক্ষেই সাফাই গাইছে। গণবিরোধী ও ধ্বংসাত্মক এই বাধেঁর পরিকল্পনার বিরুদ্ধে জাতীয় ছাত্রদল ছাত্রসমাজকে নিয়ে ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন গড়ে তোলার আহবান জানায়।
জাতীয় ছাত্রদল শাবি শাখা সহ সাধারণ সম্পাদক মিঠুন গোস্বামীর পরিচালনায় ও সভাপতি রিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্ত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক এস আর সজীব প্রমুখ।