গৌরনদীতে পলিথিন বিক্রির অভিযোগে চারটি প্রতিষ্ঠানের জরিমানা ॥ গ্রেপ্তার-৩

নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে মঙ্গলবার সকালে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে পলিথিন বিক্রয়কারী চারটি প্রতিষ্ঠান কে জরিমানা আদায় করেছেন। অপর দিকে ঝাটকা বিক্রয়ের অপরাধে তিন জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করেছে।

জানা গেছে, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন, গৌরনদী থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম, মৎস্য ও পরিবেশ   মন্ত্রনালয়ের বরিশালের সহকারী পরিচালক মো. আরিফিন রহমান বাদল ও সহকারী পরিচালক আমিরুল ইসলাম খান উপজেলার টরকী বন্দরে পলিথিনের উপর অভিযান পরিচালনা করেন। এ সময় নিষিদ্ধ পলিথিন বিক্রি করার দায়ে মেসার্স মক্কা হার্ডওয়ার ষ্টোরকে এক হাজার টাকা,  শুভ ষ্টোরকে দুই হাজার টাকা, মদিনা ষ্টোরকে পাঁচ শত টাকা ও মৎস্য ব্যাসায়ী বক্কার বেপারীকে দুই হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত পলিলিথিনের পরিমান প্রায় ৫ মন।

অপরদিকে একই দিন গৌরনদী থানা পুলিশ অভিযান চালিয়ে টরকী রন্দর মাছ বাজার থেকে ঝাটকা বিক্রয়ের সময় ঝাটকাসহ চাঁন মিয়া, খোকন মালো ও আব্বুবকরকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করেছে।