গৌরনদীতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১৪২ জন শিক্ষার্থী অনুপস্থিত

নিজস্ব সংবাদদাতাঃ সারা দেশের ন্যায় বুধবার শুরু হওয়া বরিশালের গৌরনদী উপজেলার ৮ টি পরীক্ষা কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩ হাজার ৭’শ ৪৪ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১১জন ও এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩’শ ৯৫ জন শিক্ষার্থী অংশগ্রহন করেছে। এরমধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৯২ জন ও এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৫০ জন শিক্ষার্থী অনুপিস্থিত রয়েছে।

উপজেলা শিক্ষা অফিসার গোলাম রহমান জানান, গৌরনদী সদর পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৮৭৪ জন, মেদাকুল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪৪০, বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৫৬১, নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২১৬, মাহিলাড়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩২৯, পিঙ্গলাকাঠী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৫৩৭, বাটাজোর এ.কে ইনষ্টিটিউশন কেন্দ্রে ৩৯৮, হোসনাবাদ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৮৯, প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষার্থী ও এসব কেন্দ্রে ৩৯৫ জন এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার্থী অংশগ্রহন করেছে। পরীক্ষার প্রথমদিনে প্রতিটি কেন্দ্রেই শান্তি পূর্ন ভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।