দ্বিতীয় দিনে দর্শক কিছুটা বেড়েছে : ম্যাচ জেতার জন্য লড়ছে বরিশাল একাদশ

শাহীন হাসান, বিশেষ প্রতিনিধি ॥ ম্যাচ জেতার জন্য মরিয়া হয়ে লড়াই করছে বরিশাল একাদশ। গতকাল নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ ষ্টেডিয়ামে ১৩ তম ওয়ালটন জাতীয় ক্রিকেট লীগের দ্বিতীয় দিনের খেলায় ঢাকা বিভাগ একাদশ সবকটি উইকেট হারিয়ে ১৯৯ রান করতে সক্ষম হয়।

এদিকে গতকাল সকাল সাড়ে ৯টায় খেলার প্রথম দিনের ৫ উইকেটে ৫৫ রান নিয়ে ঢাকা একাদশ ব্যাট করতে নেমে প্রথমে বরিশাল একাদশের বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে ঢাকার প্রতিটি ব্যাটসম্যানকেই বিব্রত পরিস্থিতিতে ফালায়। তবে দলের পক্ষে তৈয়াবুর শূন্য রানে আউট হলেও দলের হাল ধরেন মোশারফ ও মোঃ শরিফ। মোশারফের অর্ধশত এবং শরিফের ৩৪ রানের উপর ভর করেই ঢাকা বিভাগ সব কটি উইকেট হারিয়ে ১৯৯ রান করতে সক্ষম হয়। এ রান তুলতে  তাদেরকে ৮০.৪ ওভার খেলতে হয়। বরিশাল একাদশনের সনেট সর্বোচ্চ ৩টি উইকেট লাভ করে।

এদিকে দ্বিতীয় সেশনে ব্যাট করতে নেমে বরিশাল একাদশ ১০ দিনের মতোই ১০ রানের কোটা পেরুবার আগেই ৬ রানে সাজ ঘরে ফিরে যায় মেহেদী হাসান।  তবে সাবেক জাতীয় দলের ক্রিকেটার জাবেদ ওমর বেলিম রানের খড়া কাটাতে ক্রিজে নামলে ২৮ বলে মাত্র ১০ রানের মাথায় মাহাবুবুলের বলে নাজমূলের হাতে তালুবন্দি হয়ে, তাকে সাজঘরে ফিরে যেতে হয়। তবে দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান জুপিটার ঘোষ হাল ধরে দিন শেষে ৪১ রানে অপরাজিত থেকে বরিশাল একাদশের রানের কোঠা ৭০ এ টেনে নিলেও থাকতে হয় ৩ উইকেট। আজ তারা হাকে ৭ উইকেট এবং ৭০ রান নিয়ে পুনরায় ব্যাট করতে নামবে। এদিকে বরিশাল বিভাগ একাদশের ম্যানেজার শহিদুল ইসলাম মিলনের সাথে আলাপ করে জানাগেছে, ম্যাচে উভয় দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবে। কারন উভয় দলেই জাতীয় দলের অভিজ্ঞ সাবেক ক্রিকেটার রয়েছে। তিনি আরো জানান যে, বরিশাল একাদশ যদি ২৫০ কিংবা তারও বেশি  রানের লিড নিতে পারে তাহলে ম্যাচ জেতার শতভাগ সম্ভাবনা তাদেরই থাকবে।

এদিকে গতকাল নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে  দীর্ঘ ৬ বৎসর পর জাতীয় ক্রিকেটলীগের খেলা বরিশাল ভেন্যুতে অনুষ্ঠিত হওয়াকে কেন্দ্র করে ক্রিকেট প্রেমীদের মাঝে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হলেও মাঠে দর্শক সমাগম তেমনটা হচ্ছে না।  তবে প্রথম দিনের চেয়ে গতকাল দর্শক সংখ্যা বেড়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিমত। সূত্রটি আরো জানায়, যে বিভিন্ন স্কুল কলেজের বার্ষিক পরীক্ষা চলতে থাকায় দর্শক সমাগম কিচুটা কম। দর্শকরা জানায় ব্যাপকভাবে প্রচার প্রচারনার অভাবে গ্যালারীতে দর্শক সমাগম কম হয়।