ঢাকা থেকে তালতলী কত দুর!

বরিশাল প্রতিনিধি ॥ ঢাকা থেকে বরগুনার আমতলী উপজেলার তালতলীতে ডাকযোগে একটি চিঠি পৌছতে সময় লেগেছে ২৩ দিন। ডাক বিভাগের অবহেলায় প্রাপকের যে ক্ষতি হয়েছে তা পূরন হবার নয়। শিক্ষা বিভাগের সহকারী পরিদর্শক পদে চাকুরীর মৌখিক পরীক্ষার দুই দিন পরে মোঃ সফিকুল ইসলাম চিঠিটি হাতে পেয়েছেন।সফিকুল ইসলাম জানান, সেকেন্ডারী এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্টের অধীনে সহকারী পরিদর্শক পদে তিনি ১৪ অক্টোবর লিখিত পরীক্ষায় অংশগ্রহন করেন। তার রোল নং-১৫৮৩। লিখিত পরীক্ষায় উত্তীর্ন হবার পরে তাকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহন করার জন্য চিঠি দেয়া হয়। গত ২০ নভেম্বর ছিল মৌখিক পরীক্ষার তারিখ। শিক্ষা মন্ত্রণালয় থেকে ৩০ অক্টোবর চিঠিটি ডাকযোগে পাঠানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ মজিবুর রহমানের স্বাক্ষরিত চিঠিটি গত ২২ অক্টোবর তালতলী পৌছেছে। চাকুরী প্রত্যাশী সফিকুল ইসলাম জানান, ডাক বিভাগের গাফিলতীতে তিনি হতাশ হয়েছেন। তিনি আরো জানান, এসএসসি থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত সকল পরীক্ষায় তিনি প্রথম বিভাগে উত্তীর্ন হয়েছেন। অথচ তার মত মেধাবীর চাকুরী হচ্ছেনা। তিনি উর্ব্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।