উজিরপুরে শতাব্দী প্রাচীন তাঁরা মন্দিরে দুর্ধর্ষ চুরি

বরিশাল প্রতিনিধি ॥ ঐতিহ্যবাহী তারা মন্দিরে রাতের আঁধারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে চোরের দল কেচি গেটের ৩টি তালা ভেঙে মন্দিরের ভিতরে ঢুকে প্রনামী বাক্স ভেঙে নগদ প্রায় ৭ হাজার টাকাসহ মূল্যবান স্বর্ণ ও রূপার অলংকার নিয়ে গেছে। এ ঘটনায় রাজেন্দ্র নাথ মন্ডল বাদী হয়ে উজিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। চুরির ঘটনা শুনে দিনভর বিভিন্ন এলাকা থেকে লোকজন ভিড় জমায় মন্দিরে। থানা পূজা উদযাপন কমিটি মন্দির পরিদর্শন করেন। জানা গেছে, চোরের দল মূল্যবান মালামাল নিয়ে যাওয়ার সময় মন্দিরের একটি মূর্তি বাহিরে ফেলে যায়। তারা মন্দিরের ভিতরে কয়েকটি মূর্তি ঘষে পরীক্ষা করে কষ্টি পাথরের কিনা। পরে তারা তা না নিয়ে চলে যায়।