লাবন্যর তৈরি শৌখিন খেলনা সামগ্রী

গৌরনদী ॥ অর্নাস প্রথম বর্ষের ছাত্রী তানিয়া লাবন্য তানু। চারু ও কারুকলা সম্পর্কে প্রতিষ্ঠানিক কোনে শিক্ষা নেই তাঁর। শখের বসে পড়ালেখার অবসরে ফেলে দেয়া পুরোনো কাগজের কাটুন ও কাগজ দিয়ে বিভিন্ন ধরনের শৌখিন খেলনা সামগ্রীসহ হরেক রকম খেলনা তৈরি করছে। ইতোমধ্যে তানিয়ার তৈরী সামগ্রী এলাকায় বেশ সুনাম অর্জন করেছে।
বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের কবির উদ্দিন মাঝির কন্যা ও কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের অর্নাস প্রথম বর্ষের ছাত্রী তানিয়া লাবন্য জানায়, গত বৎসর সে তার এক নিকট আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিলো। ওই বাড়ির পলি বেগম নামের এক গৃহবধু ফেলে দেয়া কার্টুন ও কাগজ দিয়ে তৈরি সামগ্রী তাকে খুব আকৃষ্ট করে। বাড়িতে ফিরে সে ফেলে দেওয়া কার্টুন ও কাগজ খুঁজে তা ভাতের মারের মধ্যে ভিজিয়ে রোদে শুকিয়ে কল্পনার রং মিশিয়ে তৈরি করা শুরু করে ফুলের টপ, ফুল ঝুঁড়ি, কলম দানী, ফুল দানী, ট্রে, চামিচ দানী, বসার মড়াসহ বিভিন্ন প্রকারের শৈৗখিন খেলনা সামগ্রী। এ খেলনা সামগ্রীর বৈশিষ্ট হচ্ছে-এগুলো ওজনে খুবই হালকা ও টেকসই। হাত থেকে কিংবা শোকেস থেকে মেঝেতে পড়ে গেলেও এসব খেলনা ভেঙ্গে যাওয়া কিংবা নষ্ট হওয়ার ভয় থাকে না। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা পেলে তানিয়া লাবন্য আরো উন্নত শৌখিন খেলনা সামগ্রী তৈরি করে বিভিন্ন দেশে রপ্তানি করতে পারবে বলে জানায়।