কলাপাড়ায় ভ্রাম্যমান আদালতে যুবক ও ব্যবসায়ীর কারাদন্ড

বরিশাল প্রতিনিধি ॥ কলাপাড়ায় ভ্রাম্যমান আদালত পৃথক রায়ে দু’জনকে কারাদন্ড প্রদান করেছেন। পৌরশহরের পুরতান হাসপাতাল সড়কের লিটনকে (৩০), পিতা-আবদুল আজিজ, ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ব্যবসায়ী মহিদুল (৪০) কে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারে আলম মোহম্মদ মাকসুদ চৌধুরী বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে এ রায় প্রদান করেন। পুলিশ জানায়, র‌্যাব-৮ পটুয়াখালী টিমের সদস্যরা পুরতান হাসপাতাল সড়কের লিটনকে ১০০ গ্রাম গাজা সহ বৃহস্পতিবার রাতে তার নিজ বাসা থেকে গ্রেফতার করে।

অপরদিকে, একই দিন রাতে শহরের  লঞ্চঘাট এলাকার বিসমিল্লাহ মিলের মালিককে হলুদ-মরিচে ভেজাল মেশানোর সময় হাতেনাতে আটক করা হয়। পুলিশ এসময় মিল থেকে কয়েক বস্তা ভেজাল মরিচ ও হলুদ তৈরীর উপকরন জব্দ করে। অত:পর গ্রেফতারকৃতদের ভ্রাম্যমান আদালত সোপর্দ করলে আদালত এ কারাদন্ড প্রদান করেন।