সকলকে মানব সেবায় আত্মনিয়োগ করার আহ্বান মেয়রের

শাহীন হাসান, বিশেষ প্রতিনিধি ॥ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শওকত হোসেন হিরন জাতি, ধর্মের ঊর্ধ্বে থেকে সকলকে মানব সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানিয়ে বলেছেন, যে আদর্শের ভিত্তিতে বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল সেই আদর্শ নিয়ে আমাদের পথ চলতে হবে। মেয়র গতকাল নগরীর বাজার রোডের বড় কালিবাড়ী মন্দির কমপ্লেক্স নির্মাণ এবং রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ ছাত্রাবাসের সকল শিক্ষার্থীদের পুনর্মিলনীর পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ সকল কথা বলেন। অনুষ্ঠানে মেয়র বড় কালিবাড়ি ঘাট পরিদর্শন করে দখল মুক্ত করে ঘাটটি সবার জন্য উন্মুক্তকরণের ঘোষণা প্রদান, পুরান বাজার, হাটখোলা, স্ব-রোড পরিদর্শন করে উন্নয়নমূলক কর্মকাণ্ডের তদারকি করে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। বড় কালি বাড়ি মন্দির কমপ্লেক্সের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সাদা মনের মানুষ বিজয় কৃষ্ণ দে, জেলা ও মহানগর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুস সোবাহান সহ স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ সহযোগী সংগঠনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।