কলাপাড়ায় আভাসের উদ্যোগে দরিদ্র কৃষক পরিবারের মধ্যে শাকসবজির বীজ বিতরন

উম্মে রুমান, বরিশাল ॥ দরিদ্র পরিবারের সদস্যদের পুষ্টির চাহিদা পুরণ ও বাড়তি আয়ের লক্ষ্যে বাড়ির আঙিনায় শাকসবজি ও রবিশস্য আবাদের জন্য কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের ১৯১ পরিবারের মধ্যে বীজ বিতরন করা হয়েছে। বেসরকারী সংস্থা আভাস ও একশন এইড বাংলাদেশ এর সহায়তায় শনিবার দরিদ্র কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ বিতরন করা হয়। আনুষ্ঠানিকভাবে বীজ বিতরন করেন আভাস এর কলাপাড়া প্রকল্প ব্যবস্থাপক মনিরুল ইসলাম সবুজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মনিটরিং কর্মকর্তা রাসেল মিয়া, স্থানীয় সরকার শক্তিশালী করন কর্মকর্তা শিউলী রাণী, উপকূলীয় জনকল্যাণ সংঘের সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ। পর্যায়ক্রমে এই প্রকল্পের উদ্যোগে নীলগঞ্জ, মিঠাগঞ্জ ও মহিপুর এই তিনটি ইউনিয়নের ৯২৯ পরিবারের মধ্যে লাউ, মিষ্টি কুমড়া, ঢেড়শ, লালশাক, করলার বীজ বিতরন করা হচ্ছে।