আগৈলঝাড়ায় সংঘর্ষে কলেজ ছাত্রীসহ ১০ জন আহত

নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বারহাজার বরিয়ালী গ্রামে রবিবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষে এক কলেজ ছাত্রীসহ উভয় গ্রুপের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের বরিশাল শেবাচিম ও আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী, আহত ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের টেনু সন্যামাত ও শাহ আলম তালুকদারের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। এর জেরধরে রবিবার রাতে উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ১০ জন আহত হয়। গুরুতর আহত রাসেদ তালুকদার ও সজিব সন্যামাতকে বরিশাল শেবাচিম হাসপাতালে ও কলেজ ছাত্রী শামীমা আলম চম্পা, জাহানারা বেগম, মনি আক্তার, সাত্তার তালুকদারকে আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সোমবার সকালে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।